আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে-দমে তনু-মনে তাঁরই অনুভব।
একক সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ ধর্ম ইসলাম। ইতিহাসের প্রথম খ্রিস্টান ক্যাথলিক ধর্মাবলম্বীর চেয়ে সারাবিশ্বে মুসলমান ধর্ম বিশ্বাসীর সংখ্যা বেশি। খ্রিস্টান ক্যাথলিকদের তীর্থস্থান ভ্যাটিক্যান সিটি থেকে সোমবার প্রকাশিত সংবাদ বুলেটিনে এ খবর জানানো হয়। খবরঃ নিউজ ওয়ার্ল্ড
বুলেটিনে বলা হয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার ১৯ দশমিক দুই শতাংশ জনগোষ্ঠী এখন ইসলাম ধর্ম অনুসারী। ভ্যাটিক্যান সিটির পরিসংখ্যান মতে, খ্রিস্টান ক্যাথলিক ধর্ম বিশ্বাসীর সংখ্যা এখন বিশ্বের মোট জনগোষ্ঠীর ১৭ দশমিক চার শতাংশ। ভ্যাটিক্যান সিটিতে পরিসংখ্যান সংরক্ষণকারী ধর্মযাজক মনসিগনর ভিটরিও ফোরমেন্টি এক সাক্ষাতকারে বলেছেন, ইতিহাসে এই প্রথমবারের মতো ইসলাম ধর্ম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মবিশ্বাস হিসেবে ক্যাথলিক ধর্মকে টেক্কা দিয়েছে। তিনি বলেন, ক্যাথলিক বিশ্বাসীরা এখন আর প্রথম স্থানে নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।