আমাদের কথা খুঁজে নিন

   

আধা বেলা দাদু, আধাবেলা কলিজু

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো -দাদু -হুম -দাদুউউউউ - হ্যা, ময়নাপাখি। কি হইসে? - এইসব আধাবেলা হরতাল আমার ভাল্লাগে না। বিকালে স্যার পড়াতে চলে আসে। - হুম। আমিতো নাই।

বলদগুলা আধাবেলা করে হরতাল দিতেছে। - আপনি একটু বলে দ্যান না। সারাদিন হরতাল দিতে। - আচ্ছা। -দাদু, আপনার ফাসি হলে কি সারাদিন হরতাল হবে? - এইসব কি বলো কলিজু? তওবা পড় তিনবার।

- আচ্ছা। আর বলবো না। দাদু, আপনিতো হাজার হাজার মানুষকে ইসলামে আনছেন। - হুম। কে বলছে? - আপনার ছেলে বলেছে।

- হুম। -আপনি তাইলে উনাদের বলে দেন। একদিন ঢাকায় এক হাজার জন এসে পায়খানা করে রাস্তাঘাট নষ্ট করে দিক। ওই ময়লা সাফ করতেই ২ দিন লাগবে। হরতাল হয়ে গেল দুই দিন।

- সোনাপাখিরে, এক মুরগি এক হাজার বার দেখানো যায়। কিন্তু এক মুরগি এক হাজারবার হাগানো যায় না। বাঙ্গাল এর ফেইসবুক পেজ লিংক ৩০ জানু ২০১৩ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।