অস্কার বিজয়ী মুভি 'দ্য কিলিং ফিল্ড' খ্যাত নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক , কম্বোডিয়ান রিফিউজি, জেনোসাইড সারভাইভার ,ডিথ প্রান ক্যান্সারের সাথে লড়াই করে শেষ পর্যন্ত চলে গেলেন। তাঁর ভূমিকায় অভিনয় করে হাইন এস ঙর সাপোর্টিং এক্টরের ভূমিকায় একাডেমী এওয়ার্ড পেয়েছেন।
প্রায় চার বছর ডিথ প্রান খেমাররুজদের হাতে অমানুষিক যন্ত্রণা ভোগ করেছেন। তারপরে পালিয়ে থাইল্যান্ড চলে যান। পালনোর সময় ৪০ মাইল বিস্তৃত এলাকায় নরকন্কালের বর্ণনা দিতে তিনি 'কিলিং ফিল্ড ' শব্দটি কয়েন করেন।
খেমাররুজদের হাতে তার তিন ভাই নিহত হয়।
১৯৮০ সাল হতে ডিথ যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক হিসেবে কাজ করেন। জার্ণালিজমে তিনি অনেক পুরষ্কার পান। নিজের নামে হলোকস্ট এওয়ারনেস সংগঠন প্রতিষ্ঠা করেন।
যারা মুভিটা দেখেন নাই, দেখতে পারেন।
যুদ্ধের বিভতসতার এত পরিচ্ছন্ন , প্রাণ ছোঁয়া বর্ণনা খুবই রেয়ার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।