আমাদের কথা খুঁজে নিন

   

এই আবেগটুকু বোঝা কি এতই কঠিন? উৎসর্গ : রাশেদ ও এস্কিমো ভাই।

কিচ্ছু বুঝি না

আমি একটা জিনিষ বুঝি না মডারেটাররা একটি ছোট্ট বিষয় কেন বুঝতে পারেন না। যে ছেলেটা বিদেশ জীবনের একটা কঠিন সময়ের মধ্যে থেকে, নিজের অতি প্রয়োজনীয় কাজের থেকে একটু সময় বেরকরে নিজের দেশকে আপমানের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, সারা দিন কাজ করার পর কিছু না খেয়ে সেই রান্নার সময়টুকয় বাঁচিয়ে দুই হাতে নিজের দেশকে বুকের মধ্যে আগলিয়ে রাখে, সারা দিনের ক্লান্ত পরিশ্রমের পর দুঘন্টা কম ঘুমিয়ে ক্লান্ত চোখে ব্লগে বসে থাকে, এটা সে কেন করে? কোন আবেগ থেকে করে? এই সহজ জিনিষটা কি মডারেটোররা বুঝতে পারেন না? এই ছেলে গুলোতো পারতো নিজের ক্যারিয়ারের এই স্বর্ণ সময়ে শুধু নিজের কথা চিন্তা করে আর দশটা স্বার্থপর মানুদের মত সব কিছু থেকে গা বাঁচিয়ে চলতে। কেন কিসের টানে তারা এমন করছে? এই আবেগটুকু বোঝা কি এতই কঠিন? যে কুলাঙ্গার গুলো বাংলার বীর শ্রেষ্টদের পোষ্ট মাইনাস দিয়ে যায়, আজ দেখুন তাদের উৎসব। রাশেদ, এস্কিমো কে ব্যান করে সেই উৎসবে আপনারাও কি যোগ দেননি? আপনাদের হাতে সব ক্ষমতা, আমি খুব সাধারন একজন ব্লগার মাত্র। আপনাদের অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা আমার নেই। তবে আমার যতটুকু সাধ্য আছে ততটুকু আমি করবো। কারন দেশের প্রয়োজনে, আমার ভাই শহীদ হলে তার রাইফেল নিয়ে আমি এগিয়ে যাবো। তারা আনব্যান না হওয়া পর্যন্ত আমার এই প্রতিবাদ চলবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।