নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com
'বেশি করে আলু খান'
বলেছেন সরকার
ভাত খেলে মেদ বাড়ে
এটা জানা দরকার
প্রতিদিন দুপুরেতে
ভাত খেলে পরে
দু'চোখেতে রাজ্যের
ঘুম এসে ধরে
ভাত ঘুম দিয়ে দিয়ে
আজ মোরা বাঙ্গালী
শুধু কাজে ফাকি মেরে
হয়ে গেছি কাঙ্গালি
ভাত খেলে ক্ষতি হয়
সচেতন হও তাই
চলো সবে ভাতে ফেলে
বেশি করে আলু খাই
আলুর পোলাও খাব
আলু দিয়ে কাচ্চি
আলু দিয়ে পিঠা-পুলি
দেখ মোরা খাচ্ছি
আলু খাব ডিনারেতে
আলু দিয়ে নাস্তা
গরীবেরা খাবে রোজ
গোল-আলুর পান্তা
আলু দিয়ে বার্গার
আহা কিযে মজারে
ব্যাগ ভরে তাই শুধু
আলু কিনো বাজারে
আলু দাও চাইনিজে
আলু দিয়ে সিচুয়ান
আলুর ফিরনী খেয়ে
ভরে যায় মন-প্রান
আলু খেলে বল বাড়ে
রবে নাকো কাঙ্গালি
আজ থেকে মোরা তাই
আলু-মাছে বাঙ্গালী।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।