আমাদের কথা খুঁজে নিন

   

নবীন - প্রবীন সমন্বয় !

দিগন্ত

" প্রবীণেরা যখন আর এগোতে পারে না, তখন সারথীর ভূমিকায় নবীনকেই এগিয়ে আসতে হয় । কারন শেষ পর্যন্ত নবীনরাই আমাদের ভরসা । ইতিহাসে দেখা যায়, জাতি যখন দুর্যোগে পড়ে, তখন উদ্ধারকাজে ছাত্র - ছাত্রীরাই পালন করে বলিষ্ঠতম ভূমিকা । আমাদের রাষ্ট্রব্যবস্হার সকল স্তরে এবং জনজীবনে যে পাপপঙ্কিল দুর্গতি, তা থেকে পরিত্রান লাভের জন্য সম্পূর্ন নতুন চিন্তা, কর্মের সম্পূর্ন নতুন ধারা এবং তরুনদের নতুন অভিযান একান্ত্য কাম্য । ছাত্র - তরুনদের আত্মপ্রকাশ করতে হবে যথাসম্ভব কলুষমুক্ত গুনসমৃদ্ধ নতুন সামাজিক শক্তি হিসেবে ।

আমি প্রবীণের দূরে থাকার কিংবা দূরে রাখার কথা বলছি না । প্রবীণদের অভিজ্ঞতা আর ইতিহাসের শিক্ষাকে তরুনদের অবশ্যই আয়ত্ম করতে হবে । আর জ্ঞানের সঙ্গে সম্পর্কহীন কর্ম, আর কর্মের সাথে সম্পর্কহীন জ্ঞান --- শেষ পর্যন্ত দুটোই নিষ্ফলা কিংবা দুষ্ফলা । যাঁদের কর্মক্ষেত্র বিজ্ঞান ও প্রযুক্তির পরিমন্ডলে পরিব্যাপ্ত, রাষ্ট্রীয় ও নাগরিক দ্বায়িত্ব তাঁদেরও একটুও কম নয় । একমাত্র উৎপাদন বৃদ্ধিতে মেতে থাকাই যথেষ্ট নয়, রাষ্ট্রীয় ও জাতীয় জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ব্যাপারেও তাঁদের মধ্যে চাই পরিপূর্ণ সচেতনতা ও জাগ্রতচিত্ততা ।

। " -------মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত স্মারক আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান প্রাখ্যাত সাহিত্যিক ও লেখক আবুল কাসেম ফজলুল হক স্যার তার স্মারক বক্তৃতার এক পর্যায়ে একথাগুলো বলেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।