আমার ব্যক্তিগত ব্লগ
এই ব্লগের এক অলিখিত নিয়ম হলো প্রতি শত তম পোস্টে ভাষন দেয়া। আমি চেষ্টা করছি খুব ভাল লাগার কিছু একটা লিখতে।
আমার জন্য কেউ কিছু করলে এতো ভালো লাগে...। সেই ভাললাগাকেই আজ শেয়ার করবো। এবার কক্সবাজারের বালুতে যখন প্রায় সবাই তাদের শিল্পকলার চর্চা করছিল।
আমি মুগ্ধ চোখে তাকিয়ে দেখছিলাম। এর মাঝে কিছুক্ষন সাগরের পানিতে কাটিয়ে এলাম। শিল্প চর্চা তখনও চলছে। এর মাঝে একজন বালুতে বিড়ালের মতোন কি যেন আকল। আগের সব শিল্প কর্মের মতোন সবাই আঁকাআঁকিতে যোগ দিল।
দেখতে দারুন হলো সন্দেহ নেই। শিল্পকর্ম কাজ শেষে একজন (ইনি আঁকা শুরু করেছিলেন) বললেন, শাহানা আপুর জন্য এই বিড়াল। আরেকজন বলল, তাই নাকি? আমিতো খরগোশের লেজ আঁকলাম? ফলাফল বলা যায় আকা হয়েছে খরগোবিড়াল। আমি মহা খুশি।
দেখুন আপনারা সব সময় বলেন বিড়ালের ছবি দিতে গিয়ে আমি ট্যুরের ছবি দেইনা।
আজ ট্যুরের ছবি দিলাম। বালুতে আমার জন্য আঁকা খরগোবিড়াল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।