আমাদের কথা খুঁজে নিন

   

একজন তরুন সংবাদকর্মী!

হাতের লেখা ভালো, চেহারা ভালো না

আজকে আমি কোন লেখাই পাচ্ছিলাম। সন্ধার দিকে হঠাৎ এক তরুন সংবাদকর্মী এসে বললো, ‘ ভাইয়া, নিউসটা একটা পাঠাতে হয় যে’। আমি মেইল করে তার থেকে ২০ টাকা রাখলাম। নলছিটিতে নকলের মহোৎসব একদিনেই ১২ জন বহিস্কার নলছিটি (ঝালকাঠী) প্রতিনিধিঃ নলছিটি পরীা কেন্দ্রগুলোতে চলছে নকলের মহোৎসব। প্রথম দিনেই বহিস্কৃত হয়েছে ১২ জন পরীার্থী।

এর মধ্যে নলছিটি সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে বহিস্কারের সংখ্যা ১১। এছাড়াও এ কেন্দ্র থেকে বিপুল সংখ্যক বই, নোট - কম্পোজ কপি উদ্ধার করা হয়। এদিকে ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীার্থীদের গেটে না করায় পরীার্থীরা বই পুস্তকসহ হলে প্রবেশ করে। এগুলো থেকে পুরো ফায়দা লুটে নেয় পরীার্থীরা। পরে চতুর্থ শ্র্রেনীর কর্মচারী নুরু মিয়া কিছু নোট প্রসাবখানায় খুঁজে কর্র্তৃপরে হাতে তুলে দেন।

এসময় সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গেলে পুলিশসহ উপস্থিত কর্মকর্তারা তাদের বাধা দেয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে সাংবাদিকদের জানান। নিউসটাতো পড়েলন! এটার মধ্যে ব্যতিক্রমী কিছু নেই। কিন্তু যার জন্য এটা পোষ্ট করলাম সেটা হলো, এই যুবকই গত ৩ বছর আগে এসএসসি পরীা চলাকালীণ সময়ে আমাকে ডেকে বলেন, ‘ ভাইয়া, পত্রিকা পড়ছেন মনে হয়। সাংবাদিকরা কি লিখছেন দেখছেন তো? যা লিখছে সেইটা কি আদৌ হইছে? নলছিটির সাংবাদিকগো যা কাম ভাই! উনারাতো পরীা দেন নাই কোন দিন! দেইখেন, কালকে নিশ্চিত বোর্ড থেকে লোক আসবে।

আমাদের ঘাড়ও ফিরাতে দেবেনা। ’ তখন এই তরুন সাংবাদিক সাহেব পরীা দিচ্ছেলেন। ব্যপার হলো, আজকে আমার বোনও পরীা দিছে। আমি ওর কাছে আস্তে আস্তে জিজ্ঞেস করছি, আফা, হলে নকল- টকল হইছে নাকি? ওর কেমন লজ্জা পাইয়া কইল, নারে ভাইয়া! অবশ্য এটা সত্য যে, মাদরাসা কেন্দ্রে কিছু সমস্যা হয়েছে। কিন্তু তাই বলে সব কেন্দ্র গুলোকে এমন করে জড়ানোর কি অর্থ আছে বলেনতো তরুন সাংবাদিক ভাইয়া!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.