আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
বেদনার পাশে হাটে সমবেদনা
রক্তর প্রতি কৃতজ্ঞতার । দায়িত্বের প্রতি প্রতিশ্রূতির ।
আবেগের ঢেউ-এ অসম আবেগের পর্দাপন
ভাবাবেগের চরম স্বার্থে মানবতার লুন্ঠন।
রক্তর প্রতি হীন স্বার্থের গভীর ভাষন,
হাহাকারের প্রতি কবির কণ্ঠে দরদী কাঁপন। তার
চিত্রের পাশে শোভা পায় মালা।
দায়িত্বের পাশে আকাঁ হয় প্রতিজ্ঞার হুংকারী শ্লোগান।
তারপর অতিআবেগ, অতি সমবেদনা
উদ্বেগ বাড়িয়ে তোলে। কি হবে এ জাতির।
এত আবেগের ফলাফল কি? ভাষনের দিন যায়
কর্মের ফলাফল কি? কবিতায় রাত যায় দেশপ্রেমের দায়িত্ব কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।