ঈদের বাসি মুবারক :)
অাপনারা ত জানেন ম্যাক এর কনটেক্সট মেনুতে একটা কমান্ড আছে "automator" । এটা ব্যবহার করে আপনি আপার প্রয়োজন মত কাজ করিয়ে নিতে পারবেন, এর কম কাজ ইউনিক্স লাইক পরিবেশে করতে হলে আপনাকে সেল scripting করা লাগত ।
ত এই "automator" হল একটা ভিজুয়াল ওয়ার্ক ফ্লো তৈয়ারির টুল যা দিয়ে খুবি সহজে আপনি একটা প্রাগ্রাম করে ফেলতে পারবেন, যার জন্য আপনাকে কোন scripting জানার প্রয়োজন নাই ।
ত চলুন দেখা যাক কিভাবে আপনার সাফারিতে থাকা ওয়েব পেইজির ইমেজ গুলো কে আপনার আই ফোটোতে ইম্পোটর করা যায় -
১, ডেস্কটপ স্ক্রিন এ আসুন -
২, ম্যাক এর কনটেক্সট মেনু টা আনুন
৩, সিলেক্ট করুন automator > create workflow
৪, ইমেজ গুলো দেখে বুজেনিন ।
আমার example টা example workflow লিস্টে পাবেন ।
কি মজার জিনস না ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।