মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত প্রথম পাঠে আমরা আপনাকে শিখেয়েছিলাম কিভাবে পীর-মুরিদি ব্যবসার মাধ্যমে আপনি অল্পদিনেই কোটিপতি হতে পারবেন। এই পীর ব্যবসা যদি একবার দাঁড় করিয়ে ফেলা যায় তাহলে কি কি উপকার সেটা নিয়েই আজকের পোস্ট। এই পোস্টটি বাংলাদেশের বিভিন্ন ভন্ডপীরদের ভন্ডামী নিয়ে লেখা বিভিন্ন লেখকের বই এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা।
পীর হইবার ফায়দা
১-আপনি যদি আপনার পীর ব্যবসা কোনক্রমে একবার দাঁড় করিয়ে ফেলতে পারেন তাহলে চৌদ্দ পুরুষের খাওয়া-পরা নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না।
আপনি মরার আগে আপনার ছেলেকে আপনার খলিফা (স্হলাভিষিক্ত) করে যাবেন। সে তার ছেলেকে। এবাভেই চলতে থাকবে।
(এমন লোকই আমাদের আত্নশুদ্দি করাবে!)
২-আপনার নামায-রোযা পড়া লাগবেনা। কেউ যদি প্রশ্ন করে তাহলে বলবেন,
আল্লাই তো বলেছেন, তোমরা ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত কর।
আমাদের ইয়াকিন এসে গেছে। তাই আমাদের নামায-রোযা পড়া লাগে না। তারপর যদি বলে,
ইয়াকিন অর্থ এখানে মৃত্যু। আরবিতে একাধিক অর্থবোধক অনেক শব্দ রয়েছে। ইয়াকিন অর্জন হলেই যদি নামায-রোযা না লাগে তবে রাসূল কেন মৃত্যু তা পর্যন্ত করলেন? তার কি ইয়াকিন অর্জিত হয়নি?
তখন চিপায় পইড়া গেলে আপনি বলবেন, এই সব মারেফাতের বিষয়, সবাই বুঝবে না।
৩-আপনি যত ইচ্ছা আকাজ-কুকাজ করতে পারবেন। কোন আলেম যদি আপনার ভন্ডামীগুলো কোরআন-হাদিস থেকে ধরিয়ে দেয় তখন বলবেন, কোরআন শরিফ হইল ৪০ পারা। মোল্লারা তিরিশ পারা নিয়াই কচুরিপানার মত ভাইসা বেড়াইতাছে। আসল ভেদ আছে সেই দশ পারায়।
(যদি কেউ প্রশ্ন করে, এই দশ পারা আপনি কই পাইলেন? তখন কিন্তু পুরাই কাইত)
৪-সেই ভেদের মধ্যে নাকি আছে, মহিলাদের যৌনাঙ্গ হল বহে যাওয়া নদীর মত।
বহে যাওয়া নদিতে কোন কিছু ফেললে যেমন তা নাপাক হয় না তেমনি আপনারাও আপনাদের মুরিদদের বউয়ের ঐখানে কিছু ফেললে সেটাতে কোন সমস্যা নাই(নাউজুবিল্লাহ)
অবশ্য একই যুক্তিতে কেউ যদি আপনার বউকে চায় তাহলে চেইতেন না কিন্তু
৫-আপনি আমিরিকায় ইউরোপের টাকায় আফিম খাইয়া মাতাল অবস্হায় কোন সময় যদি বইলা ফেলেন আমেরিকা ইউরোপ ধংস হইয়া যাইতাছে। তাহলেই হইল, আপনার বলদ মুরিদরা সেটা তাদের পত্রিকায় ছাপবে, লেখবে, আপনার বদদোয়ায় সেই দেশ সব বিরাট প্রাকৃতিক দুর্যোগের মুখামুখি। সেই লেখা যখন পড়া হবে না তখন আপনার মুরিদরা মনে কষ্ট নিয়ে সামুতে বিভিন্ন নিক থেকে সেগুলো কপিপেস্ট করে পোস্ট দিতে থাকবে। পীর না হইলে কি এটা সম্ভব হইত, বলেন?
------------------------------------------------------
পোস্টের বাকি অংশ আগামী পর্ব (অথবা পর্বগুলোতে) দিব
-----------------------------------------------------
আগামীকাল হরতাল। হরতাল নিয়ে অনেকদিন আগে আমার একটা পোস্ট
সরকার কি আমাদের হরতাল পালনে বাধ্য করছে? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।