আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা,গান ,ছবি আর আমাদের স্বাধীনতা দিবস।



একটু আগেই প্রচারিত হয়ে গেল চ্যানেল আই থেকে একটি অনুস্ঠান যা সরাসরি সম্প্রচারিত হল মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে। এখানে অনেক বরেণ্য শিল্পী ছবি আকঁছিলেন , ছবিগুলি মুক্তিযুদ্ধ জাদুঘরকে তারা দান করেছেন। ছবিগুলির প্রদর্শনি হবে এবং আমরা যে কেউ চাইলে কিনতে পারব। এমন আয়োজন দেখলে মনটা ভাল হয়ে যায়। কবি নির্মেলেন্দু গুণ কবিতা আবৃত্তি করলেন পাশে ছিল মৃত্তিকা।

রেজওয়ানা চৌধুরী বন্যা গান গাইছেন। শিল্পীরা আপন মনে ছবি আকঁছেন। আফজাল আহমেদ উপস্থাপনা করেছেন, তিনি সব ছবির পাশে যাচ্ছিলেন আর ছবির বিষয় নিয়ে প্রশ্ন করছিলেন । চারিদিকে রঙ এর ছড়াছড়ি, অন্যরকম একটা পরিবেশ। আজ যদি ২৬শে মার্চ না থাকত তাহলে বাংলাদেশ হত না , এই দিনটই একসাথে আনন্দ আর বেদনার, হারানোর আর প্রাপ্তির ! আমরা মানুষ্রেরা প্রায় বলি আমাদের চাহিদা খুব সামান্য ,আমিও বলি।

কিন্তু এখন দেখছি আমি আসলে অনেক কিছুই চাই। এই এখন মনে হচ্ছে আমি যদি খুব ভাল ছবি আকঁতে পারতাম তাহলে এমন পবিত্র ও আনন্দমুখর একটা কাজে আমি অংশগ্রহন করতে পারতাম । আমি ধন্য এই দেশে জন্ম নিয়ে , এই দেশের মাঠিতে বাস করতে পেরে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।