আমাদের কথা খুঁজে নিন

   

একা বহমান সুন্দর



মানুষের ঘুম ভাঙেনি । বুকের পাঁজরের আঙিনায় ওঠেনি কোনো গোপন রোদ্দুর, শঙকাতুরা জীবনের বেদনার নীলে- একা বহমান সুন্দর! মানুষের উপাখ্যানে- রৌদ্রতপ্ত জীবনের শিশির পতন। মাটি ও ঘামের মিশ্রন কেবল সময়ের যবনিকা খুঁজে ফেরে উত্তরণের ঘুমে। আমাদের রাত্রিঘুমে কোনো স্বপ্ন সহায় হয় না। একখন্ড কালের বরফ মর্মভেদ করে ছুটে আসে জীবনের পানে।

কালে কালে জমাট পুঁজিপাট্টা শিল্পের শিরস্ত্রাণ পরে। ক্ষীণতার আলো দূর.....বহুদূর বিশ্বাসের আগুন পোড়ে। আর আমাদের দিনগুলি প্রবহমান জীবনের স্তবগাঁথা লেখে। একদা স্বপ্নের উঠোন জুড়ে যেমন ঝড় উঠেছিলো তেমনি সহসা রোদ্দুরের ঝিলিক আশাবাদী ভোরের সুপ্রভাত জানায়। আমরা স্বপ্ন দেখি না! আমাদের হৃদয় উত্থান করে আমাদের বুক,চোখ,মুখ,নিতম্বে কামার্ত প্রেম জাগে! আর দর্শকের করতালি অন্য কোনো শব্দের অনুষঙ্গ খোঁজে।

ইতিহাসের ধূসর পাতা কিঙবা মেঘের আড়াল হতে সোনালি কোনো দিন আমার চিবুক ছুঁয়ে দেবে এ প্রতিক্ষায় চেয়ে আছি সহস্র বছর! প্রপিতার রক্ত-ঘাম-স্রোত কালে কালে প্রবহমান তবু আমি ইতিহাসচর্চিত জীবনে বলতে চাইনি- ব্যর্থতার এই স্তবগাঁথা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।