কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
নিমজ্জিত পৃথিবীকে তুমি হাত ধরে টেনে তুলে
বসিয়ে দিয়েছ যেন তার কক্ষের শান্তিময় পথে
তাই তো তোমাতে অশোধিত থেকে যাবে চিরদিন
এই ধরনীর দেনা অন্তহীন
তোমার স্নেহের হাত বুলিয়ে যায় আজো মরুতে
সুন্নাতের বহমান ঝর্ণাগুলো এনে দেয় মরুদ্যান
সাগরতীরে তটে ইনসাফের মাঝে তোমার ন্যায় বিচার
মজলুম মানুষেরা তোমার বিরহে আজো অশ্রু ঝরায়
যদি বুঝতাম তবে জানতাম বনের পাখিরা গায়
তুমি হীন অথবা তব আদর্শচ্যুত মৃত প্রায়
সভ্যতার বেদনা ব্যাকুল কাসিদা
আকাশ চষে তুমি নিয়ে এলে একদিন
এ ধরার শান্তি সমাহার
আজ আর কেউ নেই উঠবে ঐ আকাশে
নিয়ে আসবে কাউসার
তব সুন্নাতের ছড়ানো রজ্জুতে আজো হে নবী
যেন কবর থেকেই আমাদের কর উদ্ধার
এ ভূ-নরকের অগ্নি-প্রজ্জ্বলনে
নগন্য আমি আজি বলছি এক্ষণে-
সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম
তোমার তুলনা কেবলি তুমি হে প্রিয় নাম!
২৪.০৩.২০০৮, মদীনা মুনাওয়ারা, সউদী আরব।
ছবি: নিজস্ব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।