আমাদের কথা খুঁজে নিন

   

যারা ৭১ দেশের মুক্তির বিরোধীতা করেছিল, তারা রাজাকার আর যারা মুক্ত একটা দেশ ধ্বংস করছে তারা কারা, তারা ..?

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

দেশের ক্রান্তিকালে কিছু লোক এদেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল, তারা চায়নি এদেশ স্বাধীন হোক, তারা রাজাকার নামে খ্যাত। এতে কোন সন্দেহের অবকাশ নাই। কিন্তু যারা স্বাধীন একটা মুক্ত দেশের বারোটা বাজিয়ে মুক্ত দেশকে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে যাচ্ছে তারা কারা। স্বাধীন হওয়ার দোটানা সময়ে যারা বিরোধীতা করেছিল তারা তো সত্যই রাজাকার। কিন্তু একটি মুক্ত দেশের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, শিক্ষানীতি সর্বোপরি নিঃশেষ করে দিচ্ছে, তারা কোন জঘন্য শ্রেনীর রাজাকার? তারা তো বড় রাজাকার। আর এসব যোদ্ধা নামী দালাল , যারা একসময় প্রকৃত যোদ্ধা ছিল কিনা তা নিয়ে সন্দেহ থেকে যায় (তাদের কর্মকান্ড ও কথাবার্তা ও দালালী পর্যালোচনা করে) তারা আজ রাজাকার দমন নামে যে আন্দোলন করছে তা চলুক (খুবই ভাল) কিন্তু মুক্তিযোদ্ধা যারা একসময় জীবন দিতে রাজি আজ জীবন নিতে পিছ পা হয়না (রাজনীতি পরিস্থিতি পর্যালোচনা ২০০৬-২০০৭) তাদের দমন তো বেশি জরুরী। আসুন স্বাধীনতা ধ্বংসকারী আগে দমন করি। হোক তারা একসময়কার রাজাকার কিংবা একসময়কার মুক্তিযোদ্ধা। আসুন বর্তমানের দেশটা নিয়ে একটি স্বপ্নময় স্বর্গ রচনা করি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।