আমাদের কথা খুঁজে নিন

   

এক ধূর্ত পাসওয়ার্ড হ্যাকার ও আমি নতুন ব্লগার ("তাসনুভা রহমান বাবলী" হতে সাবধান)

পাগল পাগলামী করবে এটাই স্বাভাবিক

আমি এখানে নতুন, ব্লগার হিসাবে আমার বয়স মাত্র ৫দিন। এরই মধ্যে আমি প্রতারণার স্বীকার, কিন্তু কেন কি লাভ এমন করে ? কি হবে পাসওয়ার্ড হ্যাক করে ক্ষণিকের জন্য কারো বিব্রত করে আমি বুঝতে পারি না। কে, কখন, কোথায়, কেন, কি করে ? আমি ঠিক বুঝতে পারি না। মানুষ এমন কেন ? বিশ্বাস করলে ক্ষতি করবে ? গত পরশু আমার ব্লগার বন্ধু "তাসনুভা রহমান বাবলী" আমার সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন জানতে চায়। আমি সরল মনে সব কিছু বলি।

কিছুক্ষণ পর সে আমাকে ফোন কথা বলবে বলে এবং আমার ফোন নাম্বার চায়, আমি তাকে বিশ্বাস করে তাও দিয়েছি, এমন কি আমার ই-মেইল আইডি পর্যন্ত। কিন্তু সে আর ফোন করেনি.............. আজ বুঝতে পারছি, সে কেন এসব জানতে চাইছিল। আমি আমার পাসওয়ার্ড পরিবর্তন করে এ যাত্রা বেচে গেলাম। আগামী সতর্ক থাকব। সে যে কেন এমন করলো আমার সাথে আমি বুঝতে পারলাম না।

আমি হঠাৎ করে বাবলীকে বিশ্বাস করেছিলাম। সে আমার সাথে প্রতারণা করলো। আমি বাবলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। যদি আপনারা কেউ তার সাথে যোগাযোগ করতে পারেন তবে একবার অন্তত আমার প্রশ্নগুলো তাকে পৌছে দিবেন....... কেন ? কেন সে আমার সাথে প্রতারণা করলো? আমিতো তাকে বিশ্বাস করেছিলাম.............. আরর, আপনারাও সাবধান থাকবেন...................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।