এই গরমে কইলাম আমরা একটা বিশ্ব রেকর্ড করতে লাগছি। এপ্রিলের পর থিইক্যা বুঝন যাইবো বিদ্যুত কারে কয়। এখন অনেকেই আইপিএস কিননের লাইগা লাইন দিছে।
একখান কতা কই, মনে কিছু লইয়েন না। কাঙালের কতা বাসি হইলেই ফলে।
এইবারের গরমে কিন্তু সাধারণ আইপিএস দিয়া কাম হইবো না। কারণ বিদ্যুত ই তো থাকবো না। ব্যাটারী চার্জ হইবো কেমনে?
তাই বলি কি, সোলার চার্জার সমৃদ্ধ আইপিএস ব্যবহার করতে অভ্যস্ত হন। আজকের পত্রিকায় কোরিয়ান একটা কোম্পানীর এড দেকলাম। খুব কাজের মনে হইতাছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।