দেখো ওই দিগন্ত সীমানায়, যেখানে মাটিকে চুমু খায়...
পুরোনো একটি গল্প আজ নতুন করে বলবো। গল্পটি হলো...
এক দেশের এক ঘোড়ার হাটে এক ঘোড়া বিক্রেতা এলো তার ঘোড়া বিক্রি করতে। আর সঙ্গে সঙ্গেই ঘোড়ার ক্রেতা জুঁটে গেলো তার কপালে। ক্রেতা বললো- এই মিয়া তোমার ঘোড়া কেমন চলে, ভালো দৌড়ায় তো। ঘোড়ার মালিকের জবাব আপনে চালায়া দেখেন।
ক্রেতা ঘোড়া নিয়ে ছুটলো। এ দিকে দুপুর যায়.., বিকাল যায়..., সন্ধ্যা ঘনিয়ে এলো তবুও ক্রেতার দেখা নাই। হাটের অন্য দুই ঘোড়া বিক্রেতা তাকে বললো ভাই তুমি আসলেই ভাগ্যবান। আমরা ১৫ দিন হলো বসে আছি কিন্তু আজও ঘোড়া বেচতে পারলাম না। অথচ তুমি কিনা আসার সঙ্গে সঙ্গেই বেচে ফেললে।
তা ভাই কতো দিয়ে বেচলে। বেচারা বিক্রেতার জবাব- যত দিয়ে কেনা তত দিয়ে বেচা মধ্য দিয়ে লাভ এই ছেঁড়া জুতা....
(ফুট নোট: ১৯৯০ এর আন্দোলন দিয়ে গনতন্ত্র অর্জন আর ২০০৬ এর ২৮ অক্টোবর এর আন্দোলন তথা ১/১১(২০০৭) দিয়ে গনতন্ত্র বিসর্জন। আর আমাদের মতো আম জনতার লাভ দ্রব্য মূল্য...)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।