স্বাগতম!!!
এক খন্ড জমি
আমার কি যে হয়েছে, আজকাল ভাই,
অনেক ভাবে চলেছি ট্রাই করে,
লিখবো যে কবিতা,
কোন মতে ও লিখতে পারছিনা।
আমার কি যে হয়েছে আজকাল ভাই,
লিখবো যে কবিতা,
তার জন্য কেউ আমাকে দেয়না
এক খন্ড জমি আনকোরা,
কেউ কেউ চাইতে গেলে
নাক সিঁটকে, আমাকে দেয় ফিরিয়ে
এত স্পর্ধা, লিখতে চাস কবিতা ?
কেউ কেউ ন্যাকামি ও করে আমার সাথে
আনকোরা বলে, যে জমিটি গছিয়ে দেয় আমাকে,
চোখের কাছে দেখি তুলে, কে যেন লিখে নিয়েছে,
যে কবিতাটি, লিখবো বলে ট্রাই করে আসছি অনেক দিন ধরে।
দূরে কোথাও থেকে ভেসে আসছে-
জীবন কোরা কাগজ কোরা হয়ে রবে।
মুনিম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।