আমাদের কথা খুঁজে নিন

   

~এ পথ গেছে কোন খানে~

আমার এই পথ চাওয়াতেই আনন্দ
বহুদিন ধরে হেটে চলছি আমি এই পৃথিবীর পথে। হাজার মানুষের ভীড়ে, ব্যস্ত এক শহরে। চলার পথের শেষ কোথায় আমি জানি না। জানি না পরের বাঁকে কি আছে? ফেলে আসা স্মৃতিগুলো আঁকড়ে ধরে আমার পা। খুব কষ্টে ওদের ছাড়িয়ে এগিয়ে চলি।

মন পড়ে থাকে স্মৃতিগুলোর সাথে। ক্লান্ত আমি নির্ঘুম চোখে স্বপ্ন কত স্বপ্ন দেখি। স্বপ্নেরা টেনে নেয় আমার নিস্তেজ জীবন। ওরাই সম্বল, নইলে হয়ত পড়ে রইতাম কোন এক পথের কোনে। চলার পথে প্রায়ই পড়ত, চৌরাস্তা, ত্রিরাস্তা, অথবা মাঝে মাঝে সাত রাস্তার মোড়।

স্বপ্নের কম্পাস আমার দিক নির্ধারণ করে দিয়েছিল। স্বপ্নযে কখনও ভুল হয় না। কোন এক অজানা মোড়ে স্বপ্নের কম্পাসটা ফেলে, বেছে নিলাম মনের কম্পাসে দেখানো দিক। সেই থেকে পথহারা আমি ঘুরে ফিরি, গন্তব্যহীন পথে। আজ সেই স্বপ্নরা জেগে ওঠে বারবার, স্মৃতিগুলো ডাক দেয়।

কিন্তু আমি ধরতে পারিনা ওদের দেখানো পথ। সেই রাস্তা আজ বহুদূরে। সময় স্রোতে ভেসে যাই আমি। বিশ্বাসঘাতক মন আজ প্রশ্ন তোলে বারবার, “এপথ গেছে কোন খানেগো কোন খানে”।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।