আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে-দমে তনু-মনে তাঁরই অনুভব।
"ফুল ফুটুক আর নাইবা ফুটুক আজি বসন্ত। "
আজ বিশে মার্চ। অফিসিয়ালি কানাডায় এ বছরের বসন্তের প্রথম দিন।
কিন্তু বসন্তের সে কাঙ্খিত ফুল ফোটেনি কানাডায় আজ , কবে ফুটবে জানেওনা কেউ।
এখনো মেলেনি দেখা বসন্তের মৃদু সমীরণের। ডাকেনি কোকিল গাছে-গাছে।
বরং সম্ভাব্য বন্যার অজানা আশন্কায় কাঁপছে কানাডাবাসী।
চারিদিকে সাদা সাদা বরফ পাহাড়।
এখনো সফেদ চাদর মুড়ি দিয়ে শীতকোলে ঘুমে অচেতন প্রকৃতি। কিন্তু আবহাওয়াবিদরা ধারণা করছেন, যে কোন সময় বরফের সাদা খোলস ছেড়ে বেরিয়ে আসতে বেপরোয়া হয়ে উঠবে প্রকৃতি। আড়মোড়া ভেংগে হুড়মুড় করে জেগে উঠবে। তখনি যত বিপত্তি হতে পারে। হঠাৎ গলা বরফের পানিতে প্লাবিত হতে পারে নিম্নাঞ্ঝল, ভেসে যেতে পারে মানুষের বসতবাড়ী, তলিয়ে যেতে পারে পুরোনো শহরগুলোর পথ-ঘাট।
তার সাথে যদি যোগ হয় খেয়ালী প্রকৃতির অশ্রুবর্ষণ! এসব শন্কা বুকে নিয়েই বসন্তের প্রথম দিনটি কাটিয়েছেন কানাডার আবহাওয়াবিদ আর নগরকর্তারা।
এ বছর কানাডার ইতিহাসে ১৯৭৬ সালের পর সবচাইতে বেশী তুষার পড়েছে, যা প্রায় ৪০০ সেন্টিমিটারের কাছাকাছি। তীব্র শীতে শাচকাচুনের এক গ্রামে মারা গেছে দু'জন তুষারপরিস্কারকারী। অতিরিক্ত তুষার জমে ধসে পড়েছে অনেক বাড়ী-ঘরের ছাদ। এতে মারা গেছে অন্তত: পাঁচজন।
আহত হয়েছে অনেক। নিউব্রান্সঊইকে বাস্কেটবল খেলে ফেরার পথে দূর্যোগপূর্ন আবহাওয়ার কবলে পড়ে গাড়ি দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে সাত সম্ভাবানময় কিশোর খেলোয়াড় আর তাদের জনপ্রিয় শিক্ষক কাম কোচ । বারবার বাতিল হয়েছে স্কুলগামী বাসের নিয়মিত যাত্রা। কোমলমতি শিশুরা অনেকদিন যেতে পারেনি স্কুলে। নস্ট হয়েছে অনেক কর্মঘন্টা।
তুষার পরিস্কার ও রাস্তায় লবন ছিটানো বাবদ সরকারী বাজেট ফুরিয়ে গেছে অনেক আগে। সাধারণ মানুষের খরচের তালিকায় যুক্ত হয়েছে অতিরিক্ত গাড়ি ধোয়া আর বাড়ীর সামনের তুষার পরিস্কারের বাড়তি খরচ। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, প্রলম্বিত শীতে মানসিকভাবে অবসাদগ্রস্থ হয়ে পড়ছেন অনেকে।
এতো সবের পরেও খেয়ালী প্রকৃতি এখনো শীতের চাদর গায়ে বেঘোর ঘুমে। আর মানুষ দিন গুনছে অজানা আশংকায়, সম্ভাব্য বন্যার।
বন্যা না হোক, বসন্তের ফুল ফুটুক দ্রুত, বসন্তের প্রথম সকালে এই আমাদের কামনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।