আমাদের কথা খুঁজে নিন

   

ইহা আমি কি করিলাম (পয়লা পর্ব)

আমি অন্ধ্........মূর্খ....জ্ঞানহীন....

মামুনুর রশিদ জনি। আমার এক্স কলিগ কাম বন্ধূ। একসাথে যখন চাকরী করতাম তখন আমরা ছিলাম মানিক জোড়। আমাদের ব্যক্তিগত কোন কিছুই আলাদ ছিল না। জনি ছিল খুবই ভালো ছেলে।

কোন সময় কোন মেয়েদের প্রতি তার আগ্রহ বা আকর্ষন লক্ষ্য করিনি। দীর্ঘ প্রায় দুই বছর একসাথে চাকুরীর বয়সে আমি লক্ষ্য করেছি ও শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকতো। কর্তব্যের তাগিদেই ও একটি কর্পোরেট (গ্রামীন) মোবাইল সিম পেয়েছিল। এখন থেকে প্রায় ছয় মাস আগে আমি আলাদা কোম্পানীতে জয়েন করি। এর মধ্যে জনির সাথে আমার নিয়মিত কথা/দেখা হতো।

কারন আমরা পাশাপাশি মহল্লায় থাকি। জনির ফোন-- -বন্ধু- আমার একটা বাংলালিংক সিম লাগবে -কেন ? -আমি প্রেমে পড়ছি -মানে? আমি আকাশ থেইক্কা পইড়া মাজার হাড্ডি ভেঙ্গে ফেললাম -তো সিম লাগবে কিনে নাও -না বন্ধু- আমি চাই তুমি সিমটা কিনে দাও -ঠিক আছে কিন্তু সেট পাবা কই ? -সেটের ব্যবস্থা হয়ে যাবে। এই ছিল মোবাইলে ওর সাথে আমার ১:২৪ সেকেন্ডের কথোপকোথন। আমি যা বুঝার বুঝে নিলাম- সন্ধ্যায় নির্দিষ্ট কদম তলায় দেখা হওয়ার পর আশ্চর্যের চরমে উঠলাম কারন ওর হাতে অন্য আর একটি পুরানো সেট দেখে। কোন কিছু না ভেবেই ওকে আমি একটি বাংলালিংক সিম কিনে দিলাম।

ব্যাস ! আর যায় কোথায় ! রাতে বাসায় ফিরে যথাসময়ে জনিকে ফোন দিচ্ছি. (পুরান নাম্বারে)... রিং বাজতেছে......একবার ---দুইবার...তিনবার........ নাহ ! নয়বারের মাথায়ও যখন ফোন রিসিভ হলো না তখন বাংলালিংক নাম্বার এ.......... বিজি.... রাত ৩ টা ৩৭ মিনিট। জনির ফো্ন- রিসিভ করলাম . -হ্যালো.. -বন্ধু রাগ করিস না -ক্যান -রাগ করবো ক্যান ? তো এতো রাইতে ফোন দেওয়ার কাম কি? -বন্ধু ১৩৭ টাকা নামলো -মাত্র? আরও কত যাইবো , হপায় তো শুরু... চলবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।