আমি বেড়াতে ভালবাসি। আমার পায়ের তলায় সর্ষে। তবে লেখালিখিটা একদম আসেনা।
তিনি কুঝ্বটিকার মত দ্রুতবেগে এলেন।
আমার মন জয় করলেন।
আর তারপর সামান্য কিছুক্ষনের প্রতিক্ষা বাস আসার জন্য।
তার প্রার্থনা বাস তাড়াতাড়ি আসার জন্য।
আর আমার প্রার্থনা বাস দেরী করে আসার জন্য।
ভগবান তার প্রার্থনা গ্রহন করলেন।
একরাস কালো ধোঁয়া উড়িয়ে বাসটা চলে গেল বোরখাওয়ালীকে নিয়ে।
আমাকেও ভগবান একেবারে শুন্য হাতে ফেরালেন না।
তার ছবি থেকে গেল আমার ক্যামেরাতে।
তবে মনটা সেই শুন্যই থেকে গেল। তাকে না পাবার জন্য।
আবার সেই ২৪ ঘন্টার অপেক্ষা।
তাকে দেখার জন্য।
আর আমি একটা উত্তর খুঁজে বেড়াই নিজের কাছে।
পৃথ্বিবীতে এত নারী থাকতে শুধু তাকেই কেন ভাল লাগে?
যার সবুজ চোখটাই শুধু দেখেছি। দুবছরেও কথা বলা হয়নি কোনোদিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।