আমাদের কথা খুঁজে নিন

   

এই এলাকায় নতুন আইসি



সামহোয়্যারইন ব্লগের সকল মুরুব্বিদের আমার শুভেচ্ছা। মামো'র (মাহবুব মোর্শেদ) পাল্লায় পড়ে আমার ব্লগে ইন হওয়া। মামো কইছিলো ব্লগডা শিখলানা কত কইলাম। তার প্যানপ্যানানির চোটে শেষে খুইলা দিলাম ব্লগের খাতা। একখানা পদ্য পাঠাইলাম দেইখা লইয়েন সবাই।

আর আমার আঁকা একটা ড্রইংও লগে সেট করা আছে। প্রিয়তম দুঃখ আমার বলেছিলাম এই পথ যাচ্ছে না ওই দিকে বলেছিলাম এই গতি কমে আসবে চলার বলেছিলাম আঘাত হানছে ঘুণপোকার স্বর নৈঃশব্দ ও বিয়োগ চলছে বলেছিলাম প্রাণে। তারপর জলপাই ও সিঙাড়ার ভোর-নাশতা সেরে আহত পীঠের চেরা জবাফুলের খুন পাপড়ির মতো ছড়িয়ে ছিটিয়ে উনিশ'শ নিরানব্বই সাল আমাকে বয়ে আনছিলো একটা কৃত্রিম ও শুকনা শরীরে যার থেকে থকথক করছিলো ঘন ও গভীর অন্ধকার পোড়ামরিচের মতো নিঃশ্বাস-বিনাসী কিছু ঘ্রাণ অন্ধ-অনুমোদনের থেকে থেকে এগোও এগোও বলে ধমকাচ্ছিল। আমি অস্থিরতার চাবুক খেতে খেতে একটা শতাব্দী পেরিয়ে এলাম। এখন কারো উপদেশই মনে হয় না হিত কোন নিঃশ্বাসই অংশ নয় অমৃত বিশ্বাসের।

আহত চোখ আর খুবলে তোলা স্বপ্ন গতরাতে বলেছিল শেষবারের মতো- আরেকটি শতাব্দী গেলেও ভুলো না ওহে প্রিয়তম দুঃখ আমার। ১২.০৩.২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।