আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী...

আমি একটা কান্ড জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত, আনস্মার্ট, আনকালচার্ড, অভদ্র, বোকা, বলদ, গাধা, আহাম্মক, বদের হাড্ডি।

কাচা হাতের লিখা কথাও কোন ভুল হলে নিজ গুনে ক্ষমা করে দিবেন। অনেক এর এই অনেক দিনের শখ নিজের একটা ওয়েব সাইট করার। আবার সেইটা থেকে টাকা কামানোর ইচ্ছাও জাগে মনে মনে তাইনা ?? আমার আজকের এই লিখা আপনাদের শখটাকে বাস্তবে রুপ দেয়ার জন্য। প্রথমেই আসি ডমেইন নেম এর কথায় অনেক এর ক্রেডিট কার্ড না থাকায় .com .net .org ডমেইন নেয়ার ইচ্ছা থাকালেও নিতে পারতেছেন না।

কারন .com .net .org ডমেইন এর জন্য বৎষরে ৮-১১ ডলার দিতে হয় যা কিনা paypal বা ক্রেডিট কার্ড দিয়ে pay করতে হয়। যেহুতু আমরা ফ্রীতে ডমেইন নিব সেহুতু এই অংশ বাদ। ফ্রী সাবডমেইন যারা যারা দেয় তাদের মধ্যে co.cc আমার দেখা বেস্ট ফ্রী সাবডমেইন সাইন। যদিও এইটা ফ্রী সাবডমাইন কিন্তু কাজ করবে কেনা ডমেইন এর মতোই। এই ডমেইন এর জন্য আপনাকে কি কি করতে হবে ?? Co.cc সাইট এ গিয়ে প্রথমে আপনার পছন্দের ডমেইনটা খুজে নিতে হবে।

সাইটটা ওপেন হইলেই দেখতে পাবেন সবার উপরে domain search এর অপশন আছে। http://www._________.co.cc আপনার নাম যদি হয় কামাল তাইলে খালি যায়গায় kamal লিখে check বাটনে Click করুন। যদি ডমেইনটা ফ্রী থাকে অন্যকেউ নিয়ে না নেয় তাহলে আপনি নিয়ে নেন। আর যদি অন্য কেউ নিয়ে থাকে তাহলে অন্য নামে check করে অন্যনামে নিতে পারবেন। www.co.cc তে sign up করে নিয়ে নিন আপনার ডমেইন http://www.kamal.co.cc আপাতত এইটুকুই।

বাকি কাজ গুলো পরে করতে হবে। ডমেইন এর ৮০% কাজ শেষ। এইতো গেল সাইটএর নাম এর কাজ। সাইট এর ফাইল গুলো পেইজ গুলো কোথায় রাখবেন ?? এখন এমন অনেক free hosting সাইট আছে যারা আপনাকে ২০ GB জায়গা দিবে ফ্রীতে !! অবাক হবেন না এটাই সত্য। তবে আপনাকে তাদের TOS (Terms Of Service) পড়ে তাদের বেধে দেয়া নিয়ম গুলো মেনে সাইট বানাতে হবে।

hostsnake.com এতে আপনি যা পাবেন তাহলো Free hosting account with 5gb of space and 10gb bandwidth. 987mb.com এতে আপনি পাবেন 20.987 Gb of free web space & 300.987 Gb bandwith. এই hosting গুলোতে আপনার সাইটের ফাইল গুলো রাখতে পারবেন কোন রকম এডস, পপ আপ ব্যনার ছারা চাইলে আপনি আপনার এডস ব্যনার যুক্ত করতে পারবেন আপনার পেইজ গুলোয়। ফাইল রাখার জন্য আপনাকে এই সাইটে Register করতে হবে। Registration করার জন্য আপনাকে ২ তা ধাপ অতিক্রম করতে হবে। ১ম ধাপে আপনি কি নামে আইডি খুলবেন পাসওয়ার্ড কি হবে আর একটি সচল মেইল আড্রেস। মেইল আড্রেসটি সচল না হলে আপনার একাউন্ট এক্টিভ করতে পারবেন না কারন ওরা আপনাকে একটি এক্টিভ লিংক মেইল করবে সেই লিংক থেকে আপনাকে ২য় ধাপে যেতে হবে।

২য় ধাপে নাম ঠিকানা ফোন নাম্বার এই সব দেয়া লাগে। একে বারে নিচে এক্সট্রা ডমেইন নামে ফাকা যায়গা পাবেন ওই খানে আপনার registration ডমেইন টা দিবেন www দেয়ার দরকার নাই সুধু kamal.co.cc দিতে হবে। তারপরে submit বাটনে click করেন আপনার কাজ শেষ। File Transfer Protocol (ftp) তে বা ফাইল ম্যনাজার দিয়ে আপনার সাইটের ফাইল গুলো আপলোড করে দিলেই হলো। এইবার ডমেইন এর বাকি ২০% কাজ co.cc সাইটে my account এ লগিন করে Name server(DNS) এডিট করে দিতে হবে।

যদি আপনার সাইট http://www.hostsnake.com এ হোস্ট করেন তাইলে Name server(DNS) হবে Name Server1 : Ns1.hostsnake.com Name Server2 : Ns2.hostsnake.com আর যদি http://www.987mb.com এ হোস্ট করেন তাইলে Name server(DNS) হবে Name Server1 : Ns1.987mb.com Name Server2 : Ns2.987mb.com Name server(DNS) আপডেট হতে সময় লাগে ২৪-৪৮ ঘন্টা। আয় করুন Google Adsense এর মাধ্যমে............ এইটা নিয়ে অনেকেই অনেক লিখা লিখছে সময় করে পড়ে নিলে উপকারে আসবে। আয় করুন Google Adsense এর মাধ্যমে লিখেছেন গাজী মো: সাইফুল ইসলাম এই রকম আরো অনেক লিখা আছে এখন মনে পরতেছে না এর থেকে বেশি কিছু আমি জানি না তারপরেও যদি কথাও কোন কিছু জানার থাকে মন্তব্য ঘরে প্রশ্ন করলে আমি আমার সাধ্যমতো সাহায্য করব কথা দিলাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।