আমাদের কথা খুঁজে নিন

   

১৩ এপ্রিল সামিট: ড. ইউনুসের যাওয়া এবং আমার না যাওয়া

নিজের পরিবর্তন এবং দেশের পরিবর্তন

আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি সামিট ওয়াশিংটন ডিসিতে যেখানে আমাদের ড. ইউনূস যোগ দিবেন। "নারীদের অগ্রাধিকার: ক্ষুধা দূরীকরণ" এই স্লোগান নিয়ে তাদের সামিট। সারাবিশ্ব থেকে অন্তত জনাদশেক নেতৃবৃন্দও আমন্ত্রিত হয়ে যোগ দিবেন সেই অনুষ্ঠানে। কয়েকদিন আগে হঠাৎ সামিট কর্তৃপক্ষের কাছ থেকে একখানা আমন্ত্রনপত্র পেলাম। আমি তো মহা খুশী।

আমাকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে তার যৌক্তিক কারণও খুজে পেলাম। সেখানে যে ব্যানার ব্যবহার করা হয়েছে তাতে এবং তাদের ওয়েবসাইটে আমার তোলা ছবি শোভা পাচ্ছে। আমি ১ + ১ = ২ ধরে নিলাম। কিন্তু একটু ঘাটাঘাটি করতে গিয়েই আমার ধারণাটা ভুল বলে প্রমানিত হলো। যদিও মনেপ্রাণে মেনে নিতে পারছিলাম না।

একটু সিওর হওয়ার জন্য কর্তৃপক্ষকে মেইল করলাম। না কোন উত্তর পেলাম না। আমাদের সংগঠনের প্রধান অফিস নিউ ইয়র্কে যোগাযোগ করলাম। তারা জানালো এটা একটা কমন চিঠি তাদের মেইলিং লিষ্টের সবাইকে পাঠিয়েছে। দমে গেলাম।

পরে কারো কারো অতি উৎসাহে ইন্টারএকশন কর্তৃপক্ষকে মেইল করলাম। "আমার ছবি ব্যবহার করেছেন। আমি খুব খুশী। আপনাদের অনুষ্ঠানে আমাদের ইউনূস সাহেব যাইতেছে। আমারে একটু নিয়ে যাও না।

আমারও খুব ইচ্ছা ছিলো আপনাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার। " কিন্তু আমি তো আর ড. ইউনূস না। যথারীতি না বোধক মেইল আসলো। কি আর করা! বিস্তারিত এই লিঙ্কে পাওয়া যাবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।