আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ: বাদামীর গুহা

আমি বেড়াতে ভালবাসি। আমার পায়ের তলায় সর্ষে। তবে লেখালিখিটা একদম আসেনা।

প্রত্নতত্বে আমার বরাবরের ঝোঁক। প্রাচীন মুর্ত্তি, কিংবা মন্দির মসজিদের ধ্বংসাবশেষ পেলে একবার হয়।

সুযোগ পেলেই ঘুরে ছাড়ব। এহেন, কর্ণাটকে থাকতে বাদামীর প্রাচীন গুহা মিস করার কোনো মানে হয় না। এক উইক এন্ডে বেরিয়ে পড়েছিলাম ব্যাঙ্গালোর থেকে বাদামীর উদ্দেশ্যে। বাদামীতে রেল আছে। কিন্তু মিটার গেজ।

আমাদের ব্যাঙ্গালোরে ব্রডগেজ। মাঝে গদগে ট্রেন বদল করতে হয়। আমি সে ঝামেলায় না গিয়ে হুবলী পর্যন্ত ট্রেনে গেলাম। সেখান থেকে বাস। বাদামীকে ঠিক শহর বলা যায় না।

বরং একটা বড় গ্রাম বললেই ভাল হয়। নানাদিকে ছড়িয়ে আছে ভারতীয় স্হাপত্যকলার নানা মনোরম নিদর্শন। কোনোটা হিন্দু মন্দির আবার কোনোটা জৈন ধর্মস্থান। সবথেকে আকর্ষনীয় হল পাহাড় কেটে প্রাচীনকালে গুহা বানিয়ে তৈরী মন্দির। মোট ৪ টে গুহা মন্দির আছে।

প্রথম ৩টে হিন্দু ও সব থেকে ওপরেরটা জৈন। তবে প্রচুর বাঁদর আছে। এদের থেকে সাবধানে থাকতে হয়েছিল। ছবি পরিচিতি: ১: বাদামী গেট ২: লেক টেম্পল ৩: দুই নম্বর গুহা ৪: বরাহ অবতার ৫: দুই নম্বর গুহার ওপর থেকে বাদামী গ্রাম ৬: বিষ্নু ৭: স্হাপত্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।