আমাদের কথা খুঁজে নিন

   

রবি ঠাকুরের গান ও কবিতা - ১

নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com

আমার কথা: অনেক ছোট বেলায় রবি ঠাকুরের গানের সাথে পরিচয়। আমার আব্বা রবীন্দ্রনাথের গানের পোকা। আমি স্কুলে ভর্তির আগেই আব্বার সংগ্রহে হাজার দেড়েক গান ছিল। যখনই আব্বা নতুন কোন গানের সন্ধান পেতেন তা একটা লিস্টে তুলে রাখতেন এবং পরে নিউমার্কেটের গীতাঞ্জলী থেকে ক্যাসেটে রেকর্ড করিয়ে আনতেন। তাই ছোট বেলায় প্রায় প্রতিদিন সকালে রবীন্দ্রনাথের গান শুনে ঘুম ভাঙতো আর সারা সকাল চলতো।

এভাবেই রবীন্দ্রনাথের সাথে পরিচয়। আস্তে আস্তে গান গুলো মুখস্ত হয়ে গেল। কিন্তু ছোট হওয়ায় বেশির ভাগেরই অর্থ তখন বুঝতাম না। যখন বড় হতে লাগলাম তখন গানগুলোর অর্থ ধীরে ধীরে খোলস খুলতে লাগল। সব যেন নতুন করে আবিষ্কার করা! আমি গানগুলোর প্রতিটি লাইন জানি অথচ এত দিন তার অর্থ জানতাম না! কি যে অবাক ব্যাপার!! এভাবে রবি ঠাকুর প্রতিনিয়ত আমাকে চমকে দিচ্ছেন।

চেনাকে প্রতিদিনই আবার নতুন করে চিনছি, এ এক আশ্চর্য খেলা। তাই রবিন্দ্রনাথের গান ও কবিতা নামে একটা নতুন বিভাগ খুলে ফেললাম। এখানে আমার পছন্দের গান ও কবিতাগুলো দিয়ে মাঝে মাঝে সবার সাথে শেয়ার করবো। রবি ঠাকুরের গান যে ছিল আমার স্বপনচারিনী তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি দিন চলে গেছে খুজিতে খুজিতে....ওগো যে ছিল আমার স্বপনচারিনী শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জা আমার ঢাকিলে....গো তোমারে সহজে পেরেছি বুঝিতে যে ছিল আমার স্বপনচারিনী কে মোরে ফিরাবে অনাদরে কে মোরে ডাকিবে কাছে কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে... এ নিরন্তর সংশয়ে হায় পারিনে যুঝিতে আমি তোমারেই শুধু পেরেছি বুঝিতে....ওগো যে ছিল আমার স্বপনচারিনী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।