সব চুপচাপ
এই মাঝরাতে,অন্ধকারে
আমি জানি আমি জেগে আছি
সাথে সহস্র প্রাণের মিলনে
এই অন্ধকারে।
যুগ যুগ ধরে যত কবি
লিখে গেল কবিতা
ভাব প্রকাশের স্বকীয়তায়
আমি ভেবে সারা হই
সেই সব সৃষ্টি
একান্ত বিরল ভাবে প্রকাশিত যা
মিশ্র অনুভূতি যোগ করে।
এই মাঝরাতে অন্ধকারে
কুকুরের ডাক শুনি
খানখান নীরবতা
অদূরে রাজপথ ধরে গাড়ি গুলো চলে
হেসে কুটিকুটি হয় মেথর পট্টির মাতালেরা
তারা জানেনা আমিও যে আছি
একা বসে
এই মাঝরাতে,অন্ধকারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।