আবাল হরিদাস পাল সেদিন হঠাৎ লম্ফ দিয়া আসিয়া পায়ে পড়িল।
আরে কি হল কি হল... শশব্যাস্তে দাদা সরিয়া বসিলেন। হরিদাস পাল ছািড়বার পাত্র নয়্। বলে গুরু আমারে এইবার আর্শীবাদ দেন। আমি নতুন দল করতে যাইতেছি।
বিস্ময়ে ভ্রু আকাশে তুলিয়া গুরি কহিলেন- ন- তু -ন দল?? তুই।
জ্বে.. গুরু.আপনে কন..সকলে যার যার অংশ লইয়া আলাদা দল বানাইতেছে...আমি এই সুযোগ কেম্তে ছাড়ি। তারপর আছে.....(রহস্যময় হাসি)..
বল কি আছে...?
না গুরু থাক ক্ষেন্ত দেন। যেইডা কই..সেক্টরে সেক্টরে নামে ফোরাম....দল...গার্ডিয়ান দল.. অভিভাবক দল... কল্যান দল..অকল্যান দল.....কত্ত দল..আস্তা দল ভাঙ্গা দল......
তা তোর দলের নামটা কি?
আমি খাই তুই দেখ ফোরাম। বলে আত্ম গর্বী একটা হাসি দিল।
তা এই নামের মানে কি?
মানে আমরা সত্যবাদী দল গুরু। সবাই ধান্ধা করে কথার মাইরপেচে। আমরা ওই সবে নাই। আমরা ডাইরেক্ট কইয়া খামু। লগে থাকলে ভাগ পাবি.. নয়.. দেখপি.....হে হে হে
তা ভাল।
আমি কি করতে পারি? এড়িয়ে যেতে চায় গুরু।
আপনে খালি আশির্বাদ দেন। দেখেন কেমনে দল খাড়ায়বনা খালী ২ দিনে দৌড়াইব। পত্রিকা, টিভি, িডশ.. সব পেকেট গুরু.... কুন চিন্তা নাই
যাই আমার আবার প্রউষ্টার বাঢ়ী যাইতে হইবে।
সে আবার কি?
গুরু ক্ষেমা করেন।
ও মূখে ডাইরক্ট কইতে মানা। আপনেরে কইতে ও পারুম না মনে কষ্ট হইব। ও কথা জিগাইয়েন না। সিক্রেট গুরু। ইশারায় বুঝলে বুইঝালন।
প্র উ ষ্টা আমাগো কোড....
যাই আবার আসুম নে। আদাব
কি বুঝলেন??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।