আমার এই পথ চাওয়াতেই আনন্দ
অনেক কথা বলেছিলেম
কবে তোমার কানে কানে
কত নিশিথ অন্ধকারে
কত গোপন গানে গানে
অনেক কথা বলেছিলেম।
সে কি তোমার মনে আছে!
তাই সুধাতে এলেম কাছে।
রাতের বুকে মাঝের তারা,
মিলিয়ে আছে সকল খানে,
কত নিশিথ অন্ধকারে,
কত গোপন গানে গানে
অনেক কথা বলেছিলেম। ।
ঘুম ভেঙ্গে তাই শুনি যবে
দীপ নেভা মোর বাতায়নে,
স্বপ্নে পাওয়া বাদল হাওয়া
ছুটে আসে ক্ষনে ক্ষনে।
।
ঘুম ভেঙ্গে তাই শুনি যবে,
বৃষ্টিধারার ঝর ঝরে
ঝাউ বাগানের মড়মড়ে
ভিজে মাটির গন্ধে হঠাৎ
সেই কথা সব মনে আনে
কত নিশিথ অন্ধকারে
কত গোপন গানে গানে
অনেক কথা বলেছিলেম। ।
~অনেক কথা বলেছিলেম, কবে তোমার কানে কানে~
আজ মনটা খুবই খারাপ। কিন্তু, একটু আশ্রয় পাব এমন, কোথাও কেউ নেই।
আজ তারে বড্ড মনে পড়ছে, কত কথা বলেছিলাম তারে জাগিয়ে রেখে নিশিথ রাতে। সেই সব কথা মনে পড়ছে। গানটা তারে উৎসর্গ করলাম। আপনাদের ভাল লাগলে আমার খুব ভাল লাগবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।