আমাদের কথা খুঁজে নিন

   

" জাফর ইকবাল বাঙালি জাতিকে কি দিয়াছেন?".... কিছু দেবার কথা ছিল নাকি ??

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

ব্লগের সব লেখা পড়া হয় না, কেননা এতো লেখা পড়া যায় না । আর কিছু লেখা পড়ার বিন্দুমাত্র প্রয়োজনীয়তাবোধ করি না (কোন লেখা গুলো সেটা নিশ্চয়ই ব্লগারদের বোঝার কথা!!) । কিন্তু কোনক্রমেই পড়ব না পড়ব না করেও একটা লেখা না পড়ে পারলাম না ।

" জাফর ইকবাল বাঙালি জাতিকে কি দিয়াছেন?".... কিছু দেবার কথা ছিল নাকি ?? এই প্রশ্নেই এর উত্তর হয়ে যায় । আর এর উত্তর দেবার প্রয়োজন নাই । ব্লগে অনেকদিন পর দেশের স্বাধীনতা, সার্বভৌম্যত্ব নিয়ে বিধিনিষেধ জারীর ফলে কিছু পেইড ব্লগার বেকার হয়ে পড়েছিল । অবশেষে অনেক সাধনা করে তারা তাদের নতুন(আসলে নতুন না !!) ফর্মুলায় এগুচ্ছেন "জাফর ইকবাল বাঙালি জাতিকে কি দিয়াছেন?", হয়তো তারপরে পাবো "আনিসুজ্জামান, সনজীদা খাতুন.. এমন প্রমূখ নাম তাহার কি দিয়েছেন ??" । কাহিনী এক , ফর্মুলা এক ।

আগে ছিল, মুজিব যে কারণে স্বাধীনতা চায়নি এমন লেখা আর এখন এমন । তার থেকে ও আরো পিছনে গেলে আমরা ষাটের দশকের শুরুতে দেখতে পাবো এই ব্লগারদের পূর্বসুরীরা শুরু করেছিল, রবীন্দ্র নাথকে বর্জন করো । কিংবা তাদের গর্ভনর বলেছিল, তোমরা দু-চারটে রবীন্দ্র সংগীত লিখতে পারো না ?? কাহিনী এক, সেই আদি অকৃত্রিম । তাই খামাখা বিভ্রান্ত হবেন না । বিষয় গুলো এক আর অভিন্ন সুতায় গাথা ।

[আরো অনেক কিছু লিখেছিলাম, পরিশেষে নিজের কাছে নিজেই লজ্জা পেলাম, মার কাছে মাসীর বাড়ির গল্প করার দুঃসাহাস দেখে। তাই সে লেখা গুলো দিলাম না । ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।