আমাদের কথা খুঁজে নিন

   

সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো....পোস্টে মাইনাস?

আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...

অমি রহমান পিয়ালের স্টিকি করা পোস্টটাতে ৬ টা মাইনাস দেখে রাগ লাগছে। এই পোস্টে স্বাধীন বাংলাদেশের কোন লোক বা একটি জাতি ও দেশের প্রতি নুন্যতম শ্রদ্ধাবোধ যাদের আছে বা যাদের মধ্যে অন্তত মানবিক গুনাবলী আছে এমন কেই মাইনাস দেবে না। তবুও ৬ টি মাইনাস, মিরাজ আহমেদ এর স্টিকি পোষ্টটিতে ৫টি মাইনাস। এই ব্লগে ব্যান করার সিস্টেম আছে, কমেন্ট মডারেশনের ব্যবস্থা আছে, কিন্তু আমার মনে হচ্ছে ব্যবস্থগুলো আরও উন্নত করা দরকার। একজন ব্লগার তার ব্লগে অন্য আরেকজন ব্লগারকে ব্যান করল, কিন্তু ওই ব্যান করা ব্লগার যেন ওই ব্লগার এর পোষ্টে প্লাস,মাইনাস দেবার ক্ষমতা না রাখতে পারে এমন ব্যবস্থা করা প্রয়োজন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।