আমাদের কথা খুঁজে নিন

   

দাও কাদা , পিছলে উঠি , রোদ খাই ভরে মুঠি

পরিবর্তনের জন্য লেখালেখি

ঘৃণা তোমার ঘৃণা নামক আগুনটাকে একটু কষ্ট করে উচিয়ে ধরো তোমার চোখে আশা ডুবলে এখানে বড় বেশি রাত নামে বড় বেশি রাত । কি করে জানবো এখনো বেঁচে আছি যদি যেচে না দাও অন্তহীন ঘাত ? অবহেলা তোমার অবহেলাটুকু খুব যত্ন করে আমাকেই সবটুকু দিও অহেতুক অপাত্রে অপচয় হবে তো ! যদি নাই থাকে প্রেমে গভীর দহন জ্বালা কি ভাবে হবে আমার আকাশ নীল বর্ণীয় ? যদি উপচে না দাও , বালক, তোমার বিষের পেয়ালা ! একা এক জীবন কাটে চৈত্রী দাহে এক জীবন কাটে , কেটে যায় একা মোহন তোমার বসন্ত বিস্তারী আর কি পাব এক জীবনে দেখা ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।