আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ২৩১ (জাতীয় সঙ্গীত ও রবীন্দ্র সঙ্গীত)

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! সম্প্রতি "ক্ষ" নামক ব্যান্ডের গাওয়া নতুনধর্মী ," আমার সোনার বাংলা", গানটি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এই গানটিকে নিজের মতন করে গান গাওয়ার কারনে সবাই অগ্নিশর্মা হয়ে উঠেছেন। এই ব্যান্ডটি একটা বিষয় ভুলে গেছে সেটি হচ্ছে, সব গান নিজের মতন করে গাওয়া যায় কিন্তু নিজের জাতীয় সঙ্গীত কখনো পরিবর্তন আনা যায় না। এজন্যে দেশদ্রোহতার ব্যাপারও উঠে এসেছে । আমারা সোনার বাংলা যেহেতু আমাদের জাতীয় সঙ্গীত তাই স্বাভাবিকভাবে এর বিকৃতকরন দেশদ্রোহের ভিতর পড়ে যায়।

যেহেতু, যারা সঙ্গীত চর্চা করেন তাদেরকে কোন প্রকার নীতিমালা সংস্কৃতি মন্ত্রনালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কিনা আমার জানা নেই যদি দেওয়া হয়ে থাকে আর যদি সেটা মানা না হয় তাহলে সেটা "ক্ষ" ব্যান্ডের জন্যে এককভাবে অপরাধযোগ্য আইনের আওয়াতায় পড়ে যায় কিন্তু যদি তারা না জেনে কাজটি করে থাকেন তাহলে মন্ত্রনালয়ের অপরাধও ধরা উচিত। আমাদের দেশের নীতি নির্ধারকগনের মূর্খতার কারনে আমার মাথা একটা প্রশ্ন ঘুরে দেশদ্রোহ শব্দটির ব্যপ্তি অথবা মমার্থটা কি? যদি জাতীয় সঙ্গীত ব্যতিত অন্যান্য যে কোন একটা বাংলা গানের সুর বা কথা পরিবর্তন অপরাধযোগ্য হয় তাহলে সেটা হওয়ার দেশের শিল্পীর সুনাম কতটুকু ক্ষতি হয়েছে আমারা জানা নেই। আবার ক্ষতির অর্থে যদি বাংলা ভাষার বিকৃত কথাটা চলে আসে। আমাদের দেশে যদি বাংলার আঞ্চলিক ভাষায় কথা বলা হয় তাহলে সেগুলো বিকৃত বাংলা ভাষা চলে আসে। তাহলে শুদ্ধ ভাষাভাষির বাইরের মানুষগুলো সবাই দেশদ্রোহী এবং তাদের দেশপ্রেম নেই।

সব কিছু মিলিয়ে আমাদের অবস্থা খুব শোচনীয় লেজগোবরে। আমার মনে হয় আমাদের দেশে বদ্ধমূল ধারনা নিয়ে পড়ে থাকা একটা সঙ্গীতবুদ্ধিজীবীরা, কখনো ভাবে নি নতুন কিছু নতুন ঢংয়ে যুগের সাথে তাল মিলিয়ে শুধু রবীন্দ্র সঙ্গীতকে নয় সকল বাংলা সঙ্গীতকে নতুন প্রজম্মের কাছে জনপ্রিয় করে দেওয়া। তারা এই সহজ কথাটা বুঝতে পারছে না কেন আমি সেটা বুঝতে পারছি না। তারা ভারত থেকে নামীদামী গায়ক গায়িকাদের তোষামোদ করতে পারেন কিন্তু তারা খেয়াল করেন নি আমাদের দেশের গায়ক-গায়িকারা তাদের থেকে কোন অংশে কম নয়। রবীন্দ্র সঙ্গীত গানের সুরের পরিবর্তনে তাদের যদি এত সমস্যা তারা কি ভারতে গিয়ে দেখেন নি, শুনেন নি এর আর রহমানের নতুন রূপ "বন্দে মাতরম"।

যা ভারতের নতুন প্রজম্মকে দারুন প্রভাবিত করেছে। আমরা চাই আমাদের বাংলা ভাষার শক্তিশালী অবস্থান । তাই আজই নতুনভাবে ভাষাকে ঢেলে সাজাই। সামনে আসছে ভাষা আন্দোলনের মাস। আমাদের শ্লোগান হোক, আমার ভাষা হোক শক্তিশালী।

ভবিষ্যতে যাতে আমাদের শুনতে না হয়, "হেই ম্যান ওয়াজ আপ" । ২৮ই জানুয়ারী , ২০১৩ -------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৩১/৩৬৫ (বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত। ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।