আমাদের কথা খুঁজে নিন

   

তুমি রহ প্রাণে

/

তুমি তো জানো না, কত স্রোত থাকে প্রাণের ভেতর - তোমার বাড়ানো হাতে অতল গর্ভ হতে উঠে আসে সমুদ্র শঙ্খ সৈকতের দাগে ছন্দের স্বরলিপি - আমার ভাষার তুলি অনবদ্য এঁকে যায় তোমার অভ্যন্তরের সুর্যাদয় হতে সূযাস্ত। তুমি হারিয়ে যাও হয়তোবা ডুব দাও সুনীল সাগরে - আমারই অন্তরে। থৈ থৈ ঢেউ, জল, ডাঙা নেই তবু কোথা যেন কুব কুব করে ডাকে কুয়ো পাখি একেবারে যাও নাই, নিঃসঙ্গ ভেলায় বসি তোমার সাড়া পাই। তুমি কি জানো, কতটুকু রলে তুমি প্রাণের গহীন কলকল করে সব কথকতা প্রাণ পায় গানে ডিঙা বাওয়া মাঝি ভাটিয়ালি সুর ধরে সুদূর যাত্রাপথে। তরতর করে তরী পথ কেটে চলে তোমার জোয়ারী টানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।