স্বাগতম!!!
কিসের নামাবলি
জপে জপে ষাটটি
বছর পার করে দিলি
আজ কেমন করে
দানব মানূষ রূপি
তিন তিন বারে
জিতে পায় গদী।
ঐ সব ন্যাকামি ফেল ছুড়ে
নিরপেক্ষতার গান
কখনো আর গেও না গলার জোড়ে।
মানূষ যদি নিরপেক্ষ হত
দানব কি কখনও জিতে যেত।
অত এব নিরপেক্ষতার
তামশাকে তামাচা মেরে
হামেসা হামেসার তরে
ভন্ডামীর ভেক ছেড়ে
তাড়িয়ে দাও দেশ থেকে।
এসো
আমরা সবাই মিলে গাহি গান
দেশবাসীর যদি যায় যাক প্রাণ।
জনতারা যা যা খেতে চায়
হতে হলে নেতা দিতে হবে তায়
জনতারা যা যা খায়
তেনারা তা তা খাওয়ায়
তাছাড়া যে নেতা হওয়া দায়।
গনতন্ত্রের কথাতো এইটাই হয়
জয় জনতার জনতার জয়।
মুনিম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।