আমাদের কথা খুঁজে নিন

   

ভুল ২১শে ফেব্রুয়ারি

শয়তান থেকে দূরে থাকুন ।

যে ভাষার জন্য এত কাহিনী ঐ দিনটি বলতে ও আমরা ইরেজি ভাষার মিশ্রন করি। ২১ = বাংলায় বলা হলেও ফেব্রুয়ারি তো ভাই ইংলিশ। ভাষায় কি আছে শুধু ভাব প্রকাশ। মানুষ তার কর্ম বিভেগ দ্বারা উপরে উঠে ।

আমার মামা বলে শুধু বলে না তার সার্টিফিকেট দেখায়া বলে আমি মুক্তিযোদ্ধা আমরা দেশ স্বাধীন করেছি। আমি বলি স্বাধীন করে আমরা কি পাইলাম। বলে বাংলাদেশিদের ভাল চাকরি দেওয়া হতো না । তাহলে জিয়া উল রহমান মেজর কিভাবে , এরশাদ মেজর কিভাবে পাকিস্তানের জাতিয় নায়ক আলম কিভাবে,আলম িগর জািতয় গায়ক িক ভােব,শেখ মুজিব কিভাবে পানজাব থেকে সব চাইতে বেশি ভোট পায় ইতিহাস আরও অনেক কিছু বলে । আমার জন্ম ১৯৮৪তে বাংলাদেশে পাকিস্তান কি তা ভালভাবে জানিও না ।

কিন্তু পেছনে দেখলে হিসাব মিলাতে পারি না। কিছু বললে বলে রাজাকার তাহলে স্বাধীন হইলাম কিভাবে? এরজন্য দুবাই আছি। আর বাংলা ভাষা দিবসে আনন্দ করার জন্য রাস্তায় রাস্তায় হিন্দি আর ইংরেজি গান বাজানো হয় এটাই স্বাধীনতা। ভাল ভাল । আমরা মন থেকে দেশের পেছনে ইতিহাস কে কতটা ভালবাসি তারই পরিচয় পাওয়া যায় ।

সাজু আল্লাহ হাফেজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।