আমাদের কথা খুঁজে নিন

   

শিয়া-সুন্নী ঐক্য



আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের কাবাঘর একই, আমাদের নবী-রাসূল একই, আমরা কিয়ামতে বিশ্বাসী, আমরা, ফেরেশ্তার প্রতি ঈমান রাখি, একই দিকে আমাদের গন্তব্য তাহলে আমরা অযথা কেন নিজেদের মধ্যে বিভেদকে পুষিয়ে রাখি! কেন আমরা একে অপরের সাথে শত্রুতা করি! কেন আমরা একে অপরকে হত্যা করি! এতে কি আমরা ইসলামের শত্রুদেরকে লাভবান করে দিচ্ছি না! আমাদের নিজেদের মধ্যে এই বিভেদ সৃষ্টি করে দিয়ে আজ তারা ফায়দা লুটাচ্ছে। তারা বসে বসে হাসি তামাশা করছে। আর আমাদের কাঁচকলা দেখাচ্ছে। আমাদের মূল্যবান সম্পদগুলো তারা তাদের স্বার্থে ব্যবহার করছে । অথচ আমরা কত বোকা যে নিজেরা নিজেদের সামান্যতম পার্থক্যের কারণে গন্ডগোল ফাসাদ করে চলেছি। সামান্য পার্থক্যের কথা যে উল্লেখ করেছি তা হচ্ছে- অতি নগন্য যা আমাদের সু্ন্নী ভাইদের চার মাজহাবের মাঝেও লক্ষ্য করা যায়। কিন্তু কোথায় তাদের মাঝে তো বিভেদ দেখা যায় না। আল্লাহ তায়ালা সদা-সর্বদা প্রত্যেকটি মুসলমানকে বলছে- তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধর আর একে অপর হতে বিচ্ছিন্ন হইও না। কিন্তু আমরা এমনই মুসলমান যে আল্লাহর কোরআন পড়ছি কিন্তু তার পরেও বিভেদ ভুলে এক পতাকা তলে আসতে পারছি না। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।