জীবনের গল্প বলে যাই গল্পের মতো করে...
কে মাহফুজা কে মাহবুবা জানা হলো না
আহা! আজ অবধি আমার চেনা হলো না
একদিন যে কবিতাগুলো
দূর্বোধ্য মনে করে পড়া হতো না
আজ সেই কবিতাগুলোও বোধগম্য
অনেকটা কন্ঠস্থপ্রায়।
অথচ এই পার্থিব পৃথিবী প্রিয়ত প্রিয়তমা
কী দারুণ দূর্বোধ্যই রয়ে গেলো!
কুয়াশাচ্ছন্ন ভোর দিনের আলোয়
বিকশিত হতে না হতেই
কোথা থেকে কফি কালার সন্ধ্যা এসে
ঢেকে দেয় পুরো মানচিত্রের মুখাবয়ব।
শুনেছি এসবই নাকি অজানা বিষয়
চিরকাল চেনার অসাধ্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।