আমাদের কথা খুঁজে নিন

   

মন বিষয়ক সস্তা কথা বার্তা, কবিতা ভাবলে ভুল হতেও পারে

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

কাদা খোচা পাখির মত খোঁচাব কাদা মন যে আমার রঙবিহীন অথবা শুধুই সাদা। কাদা পরে কাদা লেপে শুকাবে মন শুকনো মনে বেশ রঙ ধরবে তখন। কিন্তু সে রোদ হয় যদি একটু বেশী কড়া শুকনো কাদা ফেঁটে চৌচির , মন যে খাবে ধরা। মনের উপর বর্নহীন পর্দা যেখানা থাকে শুকনো কাদার পার্শ্বটানে ফাটবে সেখানা আগে। তারচেয়ে এই মনই ভাল- বর্ণহীন অথবা সাদা থাকুক না, কি দরকার রিস্কি নিয়ে লেপ্টে কাদা। মন তো মনই, রঙহীন রূপেই রাখব করে বদ্ধ মনে মনে নেব ভেবে সাদা বাদে অন্য রঙে গন্ধ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।