আমাদের কথা খুঁজে নিন

   

লাল বাত্তি আর সবুজ

আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়

দৃশ্যার শুরু: কেমন জানি চুপচাপ আকাশ। চারিদিকে বালু আর বালু। হঠাত করে এক ব্যাডা চোকে সানগ্লাস পইরা আইতাচে। আর আরেকপাশ থেইক্যা আরেক ব্যাডা স্যাম স্টাইল মাইরা আইলো। তাগো মইধ্য কি জানি পাউডার বেচা কিনা লইয়া ক্যাচাল হইলো।

ওমনি বালুর তল থেইক্যা কতগুলা বদসুরুত ব্যাডা বন্দুক লইয়া হা হু আওয়াজ দিয়া বাহির হইলো। আর লগের ব্যঅডাটা হো হো হা হা হা কইরা হাততালি মারলো ওমনি আর কতগুলা ব্যাডা বালুরতল থেইক্যা বাইর হইলো মেশিনগান সহ। নায়ক পরিচিতি: এ পর্বে নায়ক আবার দুই নাম্বার ধান্দা করতো। মাগার হে জানতো না ব্রিফকেসে কি আছে। কারন তার মালিক তারে কইতো এইগুলা জরুরী কাগজ।

এই ভাবে তার কাজ চলতাছিল, আর মালিক তারে দিয়া বহুত টাকা কামাইতেছিল। একদিন নায়করে কিছু মাস্তান আটকাইলো পথে। নায়ক আবার হেভি মুডে ফাইটিং কইরা তার ব্রিফকেস বাচাইলো। মাগার কেমনে জানি ব্রিফকেস খুইলা গেল। আর নায়কের চক্ষু তো বর বর হইয়া গেছে।

হিরুইন দেইক্যা। নায়িকা পরিচিতি: আসলে এই পর্বে নায়িকার তেমন কুনো ভুমিকা নাই। তয় আগের মতই নায়িকা হইলো ভিলেনের মাইয়া। হে আবার সরল নায়করে ভালুবাসে। ভিলেন কাম নায়ক পরিচিতি: এ হচ্ছে ওই যে বলছিলাম দুইডা ভিলেন তাগো একজনের পোলা।

হে খালি গালি দিয়া কতা কয়। খা***পো**। মা***পো**। আরও আছে। হে আবার নায়িকারে চায়।

সংকট: ব্যবসা পাতি ওনেক লস হইতাছে। তাই দুই ভিলেন মিল্লা ঠিক করছে তারা তাগো পোলা মাইয়ারে বিয়া দিবো তাইলে তারা শান্তিমত ব্যবসা করতে পারবো। কে কাউরে গোওয়ায় কামরাইবোনা। কিন্তু বিধিবাম। ওই দিকে নায়ক কি কাম করে এইসব জানতে পাইরা নায়ক তার মালিকরে কইছে হে আর কাম করবো না।

হে ভালা হইয়া যাইবো। শুভ মিলন: ওই দিকে নায়ক আর নায়িকা কোন ফাকে বিয়া কইরা ঘর বান্ধার স্বপ্ন দেখতাছে। কিন্তু ভিলেন তা হইতে দিবোনা। তাই সে তাগো খউজা বাহির কইরা নায়িকার পেটের মইধ্য একদম গুলি কইরা দিছে। আসলে নায়করে মারতে চাইছিলো মাগার নায়িকা মাঝখানে আইয়া পরছে।

হাসপাতাল: নায়ক ওনেক কস্টে এই তিনমন ওজনের নায়িকারে লইয়া হাসপাতালে আইলো। ডাক্তাররে কইলো আমার বউয়ের যদি কিছু হয় আমি এই হাসপাতাল উরাইয়া দিমু। ডাক্তার পরিচিতি: মাতায় তার একটাও চুল নাই। ক্লিন সেভ করা। চোকে মোডা চশমা।

আর গলার ভয়েচ টা মোডা। লাল বাত্তি আর সবুজ: উপারেশন করা লাগবো। নায়িকারে লইয়া ডাক্তার ভিতরে গেলো। প্রায় তিন ঘন্টা চেষ্টা চালাইলো। কিন্তু কিচুতেই কিচু হবার নয়।

নায়খ ঘন ঘন লাল বাত্তির দিকে তাকায়। সবুজ বাত্তি জললো। ডাক্তার সাব বাহির হইলো। মুকটা বদনার মত কইরা। আই এম হেভী সরি, রোগীকে বাচানো গেলোনা।

আইচ্ছা আমনারা কেউ কইতে আরেন এই লাল বাত্তি আর সবুজ বাত্তি দেবার কি কারন? ** ও ওই দিকে নায়ক চিল্লাই তেছে । নাহ....... আহ উহ আ আ আ আ আ হো হো হো হো হো। হঠাত কইরা এক নার্স আপা আইয়া ঠাস কইরা নায়কের গালে একটা থাপ্পর লাগাইয়া দিলো। ওই চুপ থাক এইডা হাসপাতাল,এতা জোরে চিল্লাস কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।