আমাদের কথা খুঁজে নিন

   

গিরগিটি-কথন

/

পুণরাগমন নিশ্চিত ছিল বিশ্বাস ও চৈতন্যে স্বকীয় ঐশ্বর্যে তাদের অনুগমন ক্যাকটাসের গায়ে বৃষ্টি ফোটার মত জীবন্ত । মরুচারী উষ্ট্রর পরিভ্রমন রুক্ষ পরিত্যক্ত ভূমে নিশানা হারিয়ে গেলে দিগ্ববলয়ে তবু শান্ত ভূমিকায় কুঁজে জমাট সত্যাচারের নিখাদ স্বর্ণলিপি দৃষ্টিতে তার দূর ভবিষ্যতের মানচিত্র। গিরগিটির বিচরণে অস্থিরতা, মাংসাশী স্বাদ নিতে নিত্য রংবদল পুরোটুকু গ্রাসে দিয়ে যেন নিবৃত্তি তাদের বোধগম্য ছিল না অস্থির প্রাকৃতিক ভূমে নরম সূর্য দিবসের নগন্য খন্ডের পর সহসাই তেতে ওঠে। প্রহেলিকার সেই সবে শুরু গনগনে লাল মরু পৃথিবীতে চকচকে সাগর বিশাল প্রহেলিকা। রং বদলের গিরগিটিরা পরিবর্তিত রং চেনে সময় গেলে উষ্ট্র তাদের পুণরাগমনে নিশ্চিত ছিল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।