সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!
নীলাঞ্জনা নদীর তীরে
আমার স্বপ্ন সাগর ছিল
আমার পলাশ রাঙ্গা ঠোটও ভরে
আমার ভালোবাসা ছিল
যদি পেতাম ছুটেই যেতাম
হারানো সে নীড়ে
যদি কখনো চেয়ে থাকে
আজও স্মৃতি ঘিরে
শাওনও রাতে আকাশটা মেঘে ঢাকা
বারিধারা ঝরে পড়ে
দূরেই কোথাও ধেয়ে যাই তেমনি করে
বাদলের ঝরনা হতে
ছুটে যাবো তেমনি আমি
আপন ভুবন জুড়ে
ছুটে যাবো তেমনি আমি
আপন ভুবন জুড়ে
রাত কতদিন পাহাড়িয়া ঝরনা ধারা
ছুটে যায় এমনি করে
চলার বাঁকে লিখে যায় অশ্রু দিয়ে
বেদনার আলপনাতে
জানি না তেমনি আমি
যাবো কত দূরে
জানি না তেমনি আমি
যাবো কত দূরে
নীলাঞ্জনা নদীত তীরে
আমার স্বপ্ন সাগর ছিল
আমার পলাশ রাঙ্গা ঠোটও ভরে
আমার ভালোবাসা ছিল
যদি পেতাম ছুটেই যেতাম
হারানো সে নীড়ে
যদি কখনো চেয়ে থাকে
আজও স্মৃতি ঘিরে
ব্যান্ডঃ নোভা
অ্যালবামঃ আহবান
(স্টাইলটা বিমার কাছ থেকে চুরি করা! )
লিঙ্ক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।