আমাদের কথা খুঁজে নিন

   

.. এই সব বসন্তদিনে একেলা..

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

১. সকাল থেকেই নসিব মিয়ার মেজাজ খিচড়ে আছে...থুড়ি সকাল বললে আবার দুপুর করবে মাইন্ড.. বেলার বারোটা বাজিয়েই উঠেছে..বিছানা ছেড়েছে...বেড টি এখন আর সে বেডে বসে খায় না...কম্পু যন্ত্রটার সামনে বসে বসে চুমুক দেয় । এই যন্ত্রটার হয়েছে কি আবজাব সমস্যা... হঠাৎ হঠাৎ কোন কারণ ছাড়াই পাওয়ার সাইন আউট করে.... অভদ্র যন্ত্র একটা । এভাবে বলা নেই কওয়া নেই চলা থামিয়ে দেয় ।

এই গত পরশু অনেক কষ্টে কেবল জমিয়েছে....সম্ভবত কোন ষোড়শী কিংবা চুরাশীর সাথে... ব্লগে দুটো চারটা কবিতা দিয়েই তার মন জয় করেছিল... তারপর ম্যাসেন্জারে চলছিল কথাবার্তা.. কিন্তু কোন বার্তা না জানিয়েই কম্পু মামু থমকে গেল । সাট-ডাউন হল । কেমনটা লাগে...তাড়াতাড়ি আবার রিস্টার্ট. দিল...ম্যাসেন্জারে ঢুকল... কিন্তু কেউ নেই... ফোন নাম্বারটার পাওয়ার আগেই... তারপর থেকে সে ম্যাসেন্জার চালু করে বসে আছে.. তার কোন খবর নাই । আজ সকালে, সকালে মানে দুপুরে .. এইভর দুপুরে সাইন ইন করল ম্যাসেন্জারে.. কেউ নেই , এমন কি কোন অফ লাইন ম্যাসেজ ও নাই । তারপর থেকে মেজাজটা খিচড়ে আছে... সেদিন হুট করে পাওয়ার অফ হবার পর সে অফ লাইন ম্যাসেজ পাঠাল সরি... নানা কিছু লিখে কিন্তু আজ অবধি কোন রেস্পন্স নাই ... ব্লগে দেখে না ... বুঝতে পারে না নসিব ।

সে এই ভার্চুয়াল জগতটাকে একটু সবসময় সন্দেহ নিয়েই চলে ... এবার মনে হচ্ছিল তার এবার বোধহয় শিকে ছিড়ল.. ষোড়শী আর চুরাশী যাই হোক .. সে এবার লটকে পড়বে ... বয়স নিয়ে সন্দেহ থাকলেও এবার অন্তত সে শিওর এটি কোন ফাজিল ছোকড়া নয়.. সেবার তো এক ফাজিল তার পুরো নাকে খত দেয়ে ছাড়িয়েছিল... একটু আবেগী হয়ে কথাবার্তা বলেছিল..... মাথায় আসেনি য়ে ওপারে কোন ললনা নয় আছে এক ছোকড়া.... কিন্তু এবার নিশ্চিত যে এটা পোলপানের কাম নয়.. এতো সুন্দর করে কথা লিখতে পারে নাকি একালে ডিজুস ছোকড়া.. অজান্তে টাকে হাত চলে যায় নসিব মিয়ার... শ্যালা ... আমার নসিবটাই খারাপ । এই টাকটাই সব সমস্যার কারণ... ভুড়িটা অনেকখানি সাইজ করে এনে ফেলেছে... টাকটা তো কোনভাবেই ঢাকা গেল না.. কিন্তু টাক এতো গরম হয়ে আছে কেন... নসিব মিয়ার মনে হয় এই ভর দুপুরে সে কোন লেডিস হোস্টেলের সামনে ছাতা ছাড়া ঠায় দাড়িয়ে ... সে আসবে... ম্যাসেন্জার খুলে বসে আছে.. এই ভরদুপুরে ...এই সব বসন্ত দিন এখনও একলা..আর ভালো লাগে না ..ই প্রবাসে মনে হয় দেশে....... ২.... এমন ভর দুপুরে রোকেয়া হলের সামনে... কালো শার্ট সাদা প্যান্ট পড়ে ঠায় দাড়িয়ে নসিব....ফুটপাতে দাড়িয়ে ফুল হাতে.... ওপারের নারী কণ্ঠ .. আরেকটুকু... এইতো আসছি....এই নিয়ে দেড় ঘন্টা । নসিবের তো নাভিশ্বাস.. সদ্য থেকে য়্যুরোপ ফেরত ... সেই ঠাণ্ডা থেকে এমন চৈত্রের কাঠ ফাটা রোদ... তখন টাকটা ছিল.. তবে এইমন মস্রিণ নয়....একটু ছায়া খুজতে গেলে ওপারের নারী কণ্ঠ বলে লক্ষীটি নড়াচড়া করো না.. আমি তোমাকে দেখতে পাই না ... সরে এসা ... ল্যাম্পোস্টের গোড়ায়,,,হুম .. এবার ঠিক আছে । কালো শার্ট ভিজে যায়.. সব ভিজে যায় কিন্তু ললনার মন ভেজে না... পৌনে দুই ঘন্টা ঠায় দাড়িয়ে.... একসময় এক পুচকে ছোকড়া এসে বলে নসিব ভাই ভালা নি... আসেন আইসক্রিম খাই.... আপনি তো পুইড়া ছাই হলেন... আসেন ঠাণ্ডা হোন..... নসিব কোন কথা না বলে চুপচাপ আইসক্রিম হাতে বাড়ির পথ ধরে..... ঘামে আর চোখের জলে শুধু নোনতা .... নোনতা লাগে সব...সেবার আর কিছু করা হয়নি... গা কাপুনি দিয়ে জ্বর আসে ... আর জ্বরের ঘোরে সে দেখে কে যেন তার দিকে এগিয়ে দিচ্ছে আইসক্রিম... আবরো গায়ে কাপন ধরে.. সেই থেকে এই বার্চুয়াল জগতটা আর ভালো লাগে না...ভালো লাগে না বর্হিজগতটা ও । ৩. নসিব ভাই আপনার লেখাটা ভালো হইছে...... কমেন্ট পড়ে নসিব মিয়া দেখে আইসক্রিম হাতে একটা পুচকে পোলা বলছে নসিব ভাই... মেজাজ খারাপ হয়ে যায় .... নসিব মিয়া কমেন্ট লেখে শ্যালা বাশ দিলা.. কোন লেখা পড়লেও মনে হয় .. হালা মস্করা করো... মাইনাচ ।

সুন্দরবন-বান্দরবন এ ভোট.... মেজাজ খারাপ হয়... নসিব মিয়ার ভালো লাগে না.... কোথাও কিছু ভালো লাগে না ..... হয় মাইনাচ নয় .. কিছু হয় নাই কিংবা কোন ষড়যন্ত্রের গন্ধ আসে নাকে । এবার আর দেশে ফেরা হলো না.. দেশের কথা মনে এলেই কাপুনি দিয়া জ্বর আসে... সেই জ্বররে মাঝ দেখে খালি আইসক্রিম.. আরো কাপুনি আসে । ...এই বসন্ত দিনে একলা.. আর ভালো লাগে না....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।