আমাদের কথা খুঁজে নিন

   

মিস করব রফিক ভাইকে

এ শহরে আর কোন কিছু খাঁটি নেই...ভেজালে ভরে গেছে সব । । ।

আজ মোঃ রফিক বাংলাদেশের হয়ে ১০০উইকেট পাওয়ার গৌরব অর্জন করেন । রফিক ভাইয়ের এ অর্জন দেখে খুব আফসোস করেছি ।

উনার মত ক্রিকেটারের মর্ম বাংলাদেশ বুঝলো না । আমার সৌভাগ্য যে আমি উনার সাথে এক দুই ঘন্টা কাটিয়েছিলাম । অহংকার একদম নেই । ক্রিকেটকে প্রাণ দিয়ে ভালবাসেন । মাটির মানুষ ।

অনেক আগে জাতীয় লীগের একটা ম্যাচে থার্ডম্যানে বসে আমি খেলা দেখতেছিলাম । রফিক ভাই থার্ডম্যানে ফিল্ডিং করছিলেন । ঢাকার এক অফ স্পীনার বল করছিল আর মার খাচ্ছিল । রফিক ভাইকে বললাম, ভাই আপনাকে ডাকে না কেন বোলিংয়ে ? রফিক ভাইয়ের জবাব শুনে অবাক হলাম । যে বোলিং করছে তার কথা বললেন ।

ঐ ছেলেটার ঢাকার হয়ে খেলার কোন যোগ্যতা নেই । তারপরও চান্স পেয়েছে মামার জোড়ে । আমার মামা নেই । ক্রিকেট খেলি পেটের জন্য । এটা না খেললে ছেলেদেরকে পড়াতে পারবো না ।

সেই রফিক ভাইয়ের শেষ টেস্টটা দেখতে স্টেডিয়ামে যেতে পারিনি । তাই সারাদিন বসে ছিলাম টিভির সামনে । অনেক কষ্ট আর ক্ষোভ নিয়ে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন রফিক ভাই । কারো দয়া মায়ায় ক্রিকেট খেলতে চান না রফিক ভাই । স্যালুট রফিক ভাই ।

আপনাকে অনেক মিস করবো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।