আমাদের কথা খুঁজে নিন

   

শো কজ নোটিশ

/

বরাবর আপাত গৃহত্যগী কন্ঠরুদ্ধ বৈঠকখানা, নিশিকুটুম্ব গৃহবাস। বিষয় : বিলম্বিত গৃহপ্রবেশের কারণ দর্শানোর নোটিশ। জনাব আপনার গৃহপ্রবেশের নির্দিষ্ট সময়সূচী লঙ্ঘনহেতু অনাহুত আত্মীয়বর্গ আমাকে বিষাক্ত দন্তে দংশন করিতেছিলেন। দেখিলাম, পথিমধ্যের যাবতীয় পরিবহনসকল ব্রেক ফেল করিয়া আমার হার্ট লইয়া স্বর্গে উঠিলেন। বুঝি অস্ত্রবাজ ছিনতাইকারীর প্রতি প্রেরিত হল ঐশ্বরিক আর্শীবাদ আর কাহারো প্রাণ লইয়া আমার ওষ্ঠাগত হাঁসফাঁস। কি এমন হইল, কি এমন ঘটিল, কি হইল, কি হইল বলিয়া বারংবার দরজাগমন। প্রভূত কর্মযজ্ঞে শ্রান্তিতে ক্লান্তিতে অকস্মাৎ কোন ব্যাধির আবির্ভাব - বমন ? স্রষ্টা, স্রষ্টা ডাকিয়া তারস্বরে তার ঘুম ভাঙ্গিয়া গেলে, দরজায় কড়া ঠকঠক, খুলিবামাত্র আপনি হাসিয়া কহিলেন, একটু দেরী করিয়া এলেম। অতএব, উপরোল্লিখিত অবস্থা সরেজমিনে দৃষ্ট করিয়া আপনি নিরুপদ্রোব, সুখী, শান্ত পরিবেশকে বিনষ্ট করিয়া চিন্তাক্লিষ্ট, তপ্ত, অস্থির করিতে যে ভূমিকা রাখিয়াছেন অনতিবিলম্বে তাহার কারণ দর্শানোর ফরমায়েস জারী করা হইল। কর্ত্রী গৃহ অধিদপ্তর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।