আমাদের কথা খুঁজে নিন

   

কপি রাইটের সংগ্রামে কপিবরগণ!

বেঁধেছে এমনও ঘর শুন্যের ওপর পোস্তা করে..

ঘটনা গুরুতরই বটে! যাহাকে বলে রীতিমত সংঘটন! স্বয়ং ডারউইন সাহেব যাহাদের স্বীকৃতি দিয়া গিয়াছেন তাহাদেরই কিনা আবার কপি রাইটের সংগ্রাম করিতে হইতেছে! ইহা কোনরূপেই মানিয়া লওয়া চলে না, এহেতু কপিবরগণের স্বপক্ষে কলম ধরিতেছি। উন্নত বিশ্ব জীবনরক্ষাকারী সামগ্রী সমুহের পেটেন্ট কবজা করিয়া বেশ ছড়ি ঘুরাইতেছে। সুতরাং ব্লগের সম্মানিত কপিবরগণের অধিকার রহিয়াছে আপন আপন কপি ভক্ষণের। যে বা যাহারা তাদের কপি চুরি করিয়াছে তাহাদের বিচার হউক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।