আমাদের কথা খুঁজে নিন

   

"ওরে বুবু সরে দাড়া আসছে আমার পাগলা ঘোড়া.....



উপহার। ঘোড়া। যেনতেন নয় তেজী বিশেষ জাতের। সবাই উৎফুল্ল। ধন্য ধন্য রব চারিদিকে।

তোষামোদ কারী আর সুবিধাবাদীরা বহু আগেই রং বদলে উর্দি কালারের জামা পড়ে। সেই মত হাসে, কাঁদে... হাগে (সরি).. কিন্তু দুর্জন বলে ভিন্ন কথা। ঘোড়া দাবড়ানো। কখনো খেলায়... রেসকোর্সের ইতিহাস তো সবাই জানেন। সে মজার।

কিন্তু..... দুর্জন ঠ্যং তুলে মাথা চুলকায়..... যদি জাতির উপর এই ঘোড়া দাবড়ায়?????? আতংকে স্রোতারা চমকে উঠে। ইতিউতি তাকায়...... দৃর্জন ভাবেলষহীন দাত খোঁচায়। ওরা সব ভাবতে থাকে। নানা ভাবনা । নানা রং।

তবে কি দুর্জনই সত্য। চাল ডাল তেল.......এম্নি তো মরছি... আবার কোন ঘোড়া দাবরানী রইছে বাকি?? রাজনীতির ঘোড়া সব জেলেস্তাবলে। সহিস সব থরথর আসছে ... নতুন ঘোড়া.... দুর্জন হঠাৎ উঠে দাড়ায়..... "ওরে বুবু সরে দাড়া আসছে আমার পাগলা ঘোড়া..... বলতে বলতে দৌরে পালায়....জলপাই ভয়ে। সবাই ইতিউতি চায়। আমরা কোথায় যাব???


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।