http://banglablogpolitics.blogspot.com
আগামী বছর বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ২০০৭ সালের জানুয়ারিতে সেনাবাহিনীর সহায়তায় অধিষ্ঠিত টেকনোক্রেটিক প্রশাসন ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্র“তিবদ্ধ। তবে তারা ওই প্রতিশ্র“তি ভঙ্গ হতে পারে। দক্ষিণ এশিয়ার রাজনীতি বিশেষণ করে দ্য ইকনোমিস্ট পত্রিকা ‘দ্য ওয়ার্ল্ড ইন ২০০৮’ শীর্ষক বিশেষ সংস্করণে এ মন্তব্য করেছে। দিল্লি থেকে জেমস অস্টিল ওই বিশ্লেষণে লিখেছেন, নিরাপত্তা বাহিনীর ইঙ্গিতে প্রধান রাজনৈতিক নেত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনা ওয়াজেদকে গ্রেপ্তার করেছে সরকার।
তারা দায়ী হন বা না হন তাদের বিরুদ্ধে যথাক্রমে দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। কিন্তু অন্য নেতাদের অনুপস্থিতিতে তাদের মুক্তি দাবি করেছে তাদের রাজনৈতিক দল। এতে সামরিক বাহিনীকে দু’টি পথের একটি বেছে নেয়ার সুযোগ দেয়া হয়েছে। তা হলো গণতন্ত্র এবং দু’বেগম (তাদের মধ্যে দ্বন্দ্বের খবর সবাই জানেন) না হয় কোন বেগমও নয়; কোন গণতন্ত্রও নয়। ২০০৮ সালের শেষের দিকে তারা এর ভেতর থেকে পছন্দ নির্ধারণ করবে।
ইকনোমিস্টের ওই বিশেষণ মতে, আগামী বছর সরকারের ব্যাপারে জনগণের আনুগত্যহীনতা বৃদ্ধি পেতে পারে। তীব্র প্রতিবাদ হবে, তবে তা নিশ্চিত করে বলা যায় না। দ্য ইকনোমিস্ট আরও লিখেছে, দক্ষিণ-এশিয়ায় প্রতিবেশীদের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে আগামী বছর দিল্লির দক্ষিণ ব্লকে তীব্র তর্ক-বিতর্কের আশঙ্কা রয়েছে। পাকিস্তান এবং শ্রীলংকায় লড়াই হবে।
বাংলাদেশে সামরিক বাহিনী সমর্থিত শাসনের প্রতিবাদ হবে। নেপালে লড়াই ফের শুরু হলে তা হবে অব্যাহত হুমকি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।